‘ম্যায়ঁনে প্যায়ার কিয়া’-র ভাগ্যশ্রীর মতো চিরসুন্দরী থাকতে হলে তাঁর মতো আপনিও নিয়মিত খান এই সব্জি

Last Updated:

Bhagyashree : কীভাবে সম্ভব এই রূপরহস্য? কীভাবে বয়সকে মুঠোবন্দি করে রাখেন তিনি? মাঝেমধ্যেই নিজের রূপ-কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি ৷ যেমন করেছেন আরও এক বার ৷

তিনি যেন এখনও সদ্য তারুণ্যের ফোটা ফুল
তিনি যেন এখনও সদ্য তারুণ্যের ফোটা ফুল
‘ম্যায়ঁনে প্যায়ার কিয়া’ ছবি এবং তার নায়িকার জাদুতে এখনও বুঁদ হিন্দি ছবির তামাম দর্শক ৷ তার পর খুব বেশি ছবিতে দেখা যায়নি ভাগ্যশ্রীকে ৷ যেভাবে সাড়া জাগিয়ে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল, পরবর্তীতে প্রত্যাশা পূরণে তিনি পিছিয়েই পড়েন ৷ কিন্তু তাঁর রূপ দেখলে মনে হয় যেন বয়স এখনও থমকেই গিয়েছে তাঁর রূপে ৷ ত্বকে বয়সের ছাপ তো দূর অস্ত্ ৷ তিনি যেন এখনও সদ্য তারুণ্যের ফোটা ফুল ৷ কীভাবে সম্ভব এই রূপরহস্য? কীভাবে বয়সকে মুঠোবন্দি করে রাখেন তিনি? মাঝেমধ্যেই নিজের রূপ-কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি ৷ যেমন করেছেন আরও এক বার ৷
সুন্দরী নায়িকা জানিয়েছেন তিনি কাঁচালঙ্কা খান ৷ ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন কাঁচালঙ্কার কথা শেয়ার করেছেন তিনি ৷ বলেছেন, শুকনো লঙ্কার তুলনায় তিনি ভালবাসেন কাঁচালঙ্কা খেতেই ৷ ব্যাখ্যাও করেছেন কেন শুকনো লঙ্কার গুঁড়োর তুলনায় তিনি বেছে নেন কাঁচালঙ্কাই ৷
কাঁচালঙ্কা কেন খেতেই হবে
advertisement
ভিটামিন সি ও অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কাঁচালঙ্কা ৷ এর উপস্থিতিতে মুখগহ্বরে লালাক্ষরণ পর্যাপ্ত হয় ৷ ফলে পরিপাকে সাহায্য করে ৷ উত্তরপর্ব ভারতের বিভিন্ন অংশে ডেলিকেসি হিসেপে খাওয়া হয় নানা ধরনের কাঁচালঙ্কা ৷
advertisement
আরও পড়ুন : ‘কালা চশমা’ গানের তালে শরীরী হিল্লোলের সঙ্গে ভলিবল ! এই মহিলারাই এখন নেটদুনিয়ার ফেভারিট!
কাঁচালঙ্কার বিটাক্যারোটিন চোখ ও ত্বকের পক্ষে খুবই ভাল ৷ তাজা কাঁচালঙ্কা রান্নায় দিলে স্বাদও বাড়ে ৷ সুস্বাস্থ্যও বজায় থাকে ৷
advertisement
কাঁচালঙ্কার ক্যাপাসাইসিন, ডাইহাইড্রোক্যাপাসাইসিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ৷ হৃদযন্ত্রেরর আর্টারির দেওয়ালে ফ্যাটি ডিপোজিট কমিয়ে দেয় ৷
আরও পড়ুন :  রাত পোহালেই গণেশচতুর্থী, এই পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন
কাঁচালঙ্কার ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ের সমস্যায় কার্যকর
কাঁচালঙ্কার এই গুণাগুণ শুকনো লঙ্কায় থাকলেও তা বর্জন করেন ভাগ্যশ্রী ৷ কারণ তিনি মনে করেন শুকনো লঙ্কার গুঁড়োয় ভেজাল মেশানো হয় ৷ ফলে তা বদহজমের কারণ হয়ে দাঁড়ায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
‘ম্যায়ঁনে প্যায়ার কিয়া’-র ভাগ্যশ্রীর মতো চিরসুন্দরী থাকতে হলে তাঁর মতো আপনিও নিয়মিত খান এই সব্জি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement