Rachana Banerjee Viral Video: "চাওয়া-পাওয়ার শেষ নেই, জীবনে কোথায় দাঁড়ি টানতে হবে সেটা জানি", রচনা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল

Last Updated:

শুধুই টাকার পিছনে ছুটতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়৷ জীবনকে সবরকম ভাবে উপভোগ করাতে বিশ্বাসী তিনি৷

Rachana Banerjee
Rachana Banerjee
কলকাতা: শুধু টাকার পিছনে না ছুটে জীবন উপভোগ করার পরামর্শ দিচ্ছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনি তাঁর শোয়ে বিভিন্ন সময় নিজের জীবন দর্শন অন্যদের সঙ্গে ভাগ করে নেন৷ বিশেষ করে সেলিব্রিটিরা যখন তাঁর শোয়ে আসেন, তখন তাঁদের সঙ্গে গল্প করতে করতে অনেক কথা শেয়ার করেন অভিনেত্রী৷ এমনই একটি পর্বে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল সহ আরও তিনজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন৷ সেখানেই একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রচনা বন্দ্যেপাধ্যায়ের একটি বক্তব্য খুবই পছন্দ হয় সকলের৷
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি জীবনের সবদিক উপলব্ধি করতে চান৷ উপভোগ করতে চান জীবনের প্রতিটি মুহূর্ত৷ কাজই তাঁর কাছে সবকিছু নয়৷ কাজের বাইরেও যে একটি জগৎ রয়েছে, তা সকলের সামনে স্পষ্ট করেন দিদি নম্বর ওয়ানের জনপ্রিয় হোস্ট৷ রচনা বলেন, কাজ সব সময় থাকবে না৷ শরীর যতদিন চলবে ততদিন কাজ করে যাবেন তিনি৷
advertisement
advertisement
তাঁর মতে চাওয়া আর পাওয়ার কোনও শেষ নেই৷ তাই শুধু কাজের পিছনে ছুটলে চলবে না, স্পষ্ট বলেন অভিনেত্রী৷ কাজের বাইরেও তাঁর জীবনের কিছু বিষয় রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি জানেন যে কোথায় দাঁড়ি টানতে হবে, এবং সেভাবেই তিনি জীবেনর দিকগুলো বিচার করে চলেন৷ তাই তো দিদি নম্বর ওয়ানের শ্যুট ছাড়া অন্য কাজে তিনি খুব বেশি হাত দেন না৷ তিনি চাইলেই অনেক সিরিজ বা সিনেমা করতে পারতেন৷ কিন্তু তা হলে তাঁর নিজের বা পরিবারের জন্য সময় অনেকটাই কমে যেত, যা তিনি একেবারেই চান না৷
advertisement
advertisement
advertisement
কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান রচনা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রী তাঁর ছেলে বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যান৷ বাড়ির পুজোতে নিজেই সব কাজ করেন৷ অর্থাৎ শুধুই টাকার পিছনে ছুটতে তিনি নারাজ৷ জীবনকে সবরকম ভাবে উপভোগ করাতে বিশ্বাসী তিনি৷ তাঁর কথায় অন্যরাও সায় দেন, এবং তনুকা চট্টোপাধ্যায় বলেন যে রচনার এই কথা খুবই অনুপ্ররণাদায়ক৷
advertisement
টিভির দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা মারাত্মক৷ তাঁকে বড় পর্দায় খুব কম দেখা যায়৷ সিনেমা বা সিরিজে তাঁর উপস্থিতি প্রায় নেই বললেই চলে৷ তিনি টেলিভিশনে রাজত্ব করেন৷ দিদি নম্বর ওয়ান রিয়ালিটি শো দেখেননি এমন বাঙালি কমই রয়েছে৷ শোটি যেমন পছন্দ সকলের, তেমনই শোয়ের হোস্ট রচনাও সকলের চোখের মণি৷
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rachana Banerjee Viral Video: "চাওয়া-পাওয়ার শেষ নেই, জীবনে কোথায় দাঁড়ি টানতে হবে সেটা জানি", রচনা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement