R Madhavan-Bipasha Basu: একে অপরের প্রতি আকৃষ্ট ছিলেন বিপাশা-মাধবন, প্রকাশ্য়ে স্বীকারোক্তি বিবাহিত নায়কের

Last Updated:

পাশা জনসমক্ষে স্বীকার করেছিলেন, তিনি সরিতাকে হিংসা করেন, মাধবনের মতো স্বামী তিনি কমই দেখেছেন।

#মুম্বই: ২০১২ সাল। 'জোড়ি ব্রেকার্স'। আর মাধবন এবং বিপাশা বসুর শুরু। এই ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। বিপাশা যদিও তখনও অবিবাহিত ছিলেন না। কিন্তু মাধবন আর সরিতার দাম্পত্য রমরমিয়ে চলছিল। এমনই সুন্দর ছিল তাঁদের দাম্পত্য়, বিপাশা জনসমক্ষে স্বীকার করেছিলেন, তিনি সরিতাকে হিংসা করেন, মাধবনের মতো স্বামী তিনি কমই দেখেছেন।
কিন্তু অবশ্যই 'জোড়ি ব্রেকার্স'-এর জুড়ি কখনও এক হতে পারেননি। তবে জানেন কি, কেবল বিপাশাই তাঁর প্রতি আকৃষ্ট ছিলেন, তা নয়। মাধবনও বিপাশার প্রতি আকৃষ্ট ছিলেন। এবং সে কথা স্বীকারও করেছিলেন বলি নায়ক।
advertisement
advertisement
একটি সাক্ষাৎকারে মাধবন বলেছিলেন, ''অবশ্যই আমি বিপাশার প্রতি আকৃষ্ট। না হলে পর্দায় ও রকম রসায়ন তৈরি হবে কী করে? বিপাশা কোনও দিন আমাকে বুঝতে দেয়নি যে ও বড় তারকা। অপূর্ব এক জন মানুষ বিপাশা। পর্দার বাইরে রসায়ন না জমলে পর্দাতেও জমানো যায় না।''
advertisement
কিন্তু সেই আকর্ষণ আর পরিণতি পায়নি। ২০১৫ সালে 'অ্যালোন' ছবির শ্য়ুটিংয়ের সময়ে করণ সিং গ্রোভারের সঙ্গে আলাপ হয় বিপাশার। দু'জনের বিয়ে হয় ২০১৬ সালে। অন্য দিকে ১৯৯৯ সালে সরিতার সঙ্গে বিয়ে হয় মাধবনের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
R Madhavan-Bipasha Basu: একে অপরের প্রতি আকৃষ্ট ছিলেন বিপাশা-মাধবন, প্রকাশ্য়ে স্বীকারোক্তি বিবাহিত নায়কের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement