Ranveer Singh: রণবীর গ্রেফতার হবে নগ্ন হওয়ার জন্য, শাহরুখ বলেছিলেন বহু দিন আগেই!

Last Updated:

একটানা শিরোনাম দখল করে রয়েছেন পর্দার রাম। কেউ নিন্দায় নাক সিঁটকাচ্ছেন। কেউ আবার প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যে তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়েছে চেম্বুর থানায়। নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে।

#মুম্বই: চর্চার কেন্দ্রে রণবীর সিংয়ের নগ্নতা। গোটা দেশ তোলপাড় তাঁর শরীর নিয়ে। একটানা শিরোনাম দখল করে রয়েছেন পর্দার রাম। কেউ নিন্দায় নাক সিঁটকাচ্ছেন। কেউ আবার প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যে তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়েছে চেম্বুর থানায়। নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে।
রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা নিয়েও প্রতিবাদে সরব হয়েছেন অনেকে। একাধিক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন, তাঁদের ভাবাবেগে আঘাত লাগেনি। নানা দিকে নানা রঙ্গ।
এমনই সময়ে ভাইরাল হলেন বলিউডের কিং খান। শাহরুখ খান একমাত্র এই পরিস্থিতির ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, জামাকাপড় না পরার জন্য কোনও দিন তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন।
advertisement
advertisement
স্থান, 'কফি উইথ করণ'। কাল, ২০১৭ সাল। পাত্র, শাহরুখ এবং পরিচালক, প্রযোজক, সঞ্চালক করণ জোহর। করণ শাহরুখকে প্রশ্ন করেন, যদি কোনও দিন তিনি জানতে পারেন, রণবীর গ্রেফতার হয়েছে, তাঁর মাথায় কী চলবে? শাহরুখ বলেন, ''জামাকাপড় পরার জন্য, আর না পরার জন্য গ্রেফতার হবে।''
advertisement
নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।
তার মানে কি সত্যি হতে চলল শাহরুখের কথা?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: রণবীর গ্রেফতার হবে নগ্ন হওয়ার জন্য, শাহরুখ বলেছিলেন বহু দিন আগেই!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement