Ranveer Singh : 'আরে আমাদেরও একটু দেখতে দিন না', রণবীরের ন্যুড ফোটোশ্যুট নিয়ে এ কী বললেন বিদ্যা

Last Updated:
Ranveer Singh : একদিকে ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁর সমর্থনে সরব হয়েছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হচ্ছেন রণবীর।
1/6
অভিনেতা রণবীর সিং এর অনাবৃত ফোটোশ্যুট নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে ক্যামেরার সামনে তুলে ধরেছেন রণবীর। আর তার পর থেকেই সেই ছবিগুলি ভাইরাল। এই ছবিগুলির জন্য আইনি জটে পর্যন্ত পড়তে হয়েছে রণবীরকে।
অভিনেতা রণবীর সিং এর অনাবৃত ফোটোশ্যুট নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে ক্যামেরার সামনে তুলে ধরেছেন রণবীর। আর তার পর থেকেই সেই ছবিগুলি ভাইরাল। এই ছবিগুলির জন্য আইনি জটে পর্যন্ত পড়তে হয়েছে রণবীরকে।
advertisement
2/6
একদিকে ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁর সমর্থনে সরব হয়েছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হচ্ছেন রণবীর। তাঁর বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালন।
একদিকে ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁর সমর্থনে সরব হয়েছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হচ্ছেন রণবীর। তাঁর বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালন।
advertisement
3/6
বিদ্যাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "সমস্যাটা কোথায়? এই প্রথম কোনও পুরুষ এরকম করছেন। আমাদেরও একটু দেখতে দিন না!"
বিদ্যাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "সমস্যাটা কোথায়? এই প্রথম কোনও পুরুষ এরকম করছেন। আমাদেরও একটু দেখতে দিন না!"
advertisement
4/6
এফআইআর প্রসঙ্গে বিদ্যা বলেন, "মনে হয়, এদের কাছে বেশি কাজ নেই। তাই এই বিষয়ে সময় দিচ্ছে। আপনাদের ভাল না লাগলে কাগজ বন্ধ করে রেখে দিন। ফেলে দিন। এফআইআর-এর জটিলতা কেন!" হাসতে হাসতেই উত্তর দেন বিদ্যা।
এফআইআর প্রসঙ্গে বিদ্যা বলেন, "মনে হয়, এদের কাছে বেশি কাজ নেই। তাই এই বিষয়ে সময় দিচ্ছে। আপনাদের ভাল না লাগলে কাগজ বন্ধ করে রেখে দিন। ফেলে দিন। এফআইআর-এর জটিলতা কেন!" হাসতে হাসতেই উত্তর দেন বিদ্যা।
advertisement
5/6
কিছুদিন আগে রণবীরের সমর্থনে কথা বলেছেন পরিচালক রামগোপাল ভার্মাও। মতে রণবীরের এই ফোটোশ্যুট সমাজে লিঙ্গ সাম্যের বড় উদাহরণ। মহিলারা যদি তাঁদের শরীর প্রদর্শন করতে পারেন, তাহলে পুরুষরা কেন পারবেন না?
কিছুদিন আগে রণবীরের সমর্থনে কথা বলেছেন পরিচালক রামগোপাল ভার্মাও। মতে রণবীরের এই ফোটোশ্যুট সমাজে লিঙ্গ সাম্যের বড় উদাহরণ। মহিলারা যদি তাঁদের শরীর প্রদর্শন করতে পারেন, তাহলে পুরুষরা কেন পারবেন না?
advertisement
6/6
এক সংবাদমাধ্যমের কাছে রামগোপাল লিখছেন, "লিঙ্গের সমান অধিকারের বার্তা দিয়েছেন রণবীর। এভাবে ভাবুন। মহিলারা যদি তাঁদের শরীর দেখাতে পারেন, কেন পুরুষরা পারবে না। পুরুষদের এভাবে বিচার করা দ্বিচারিতার লক্ষণ। মহিলাদের মতোই পুরুষদেরও এই অধিকার থাকা উচিত।"
এক সংবাদমাধ্যমের কাছে রামগোপাল লিখছেন, "লিঙ্গের সমান অধিকারের বার্তা দিয়েছেন রণবীর। এভাবে ভাবুন। মহিলারা যদি তাঁদের শরীর দেখাতে পারেন, কেন পুরুষরা পারবে না। পুরুষদের এভাবে বিচার করা দ্বিচারিতার লক্ষণ। মহিলাদের মতোই পুরুষদেরও এই অধিকার থাকা উচিত।"
advertisement
advertisement
advertisement