Pushpa 2: 'পুষ্পা ২'-এর 'অঙ্গারোঁ'-র তালে নাচলেন শ্রেয়া ঘোষাল আর গণেশ আচার্য, ভিডিও নিমেষে ভাইরাল, দেখুন--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে ‘পুষ্পা ২’। অল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে
মুম্বই: চারদিকে এখন ‘পুষ্পা’ বৃষ্টি। আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে ‘পুষ্পা ২’। অল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই হু হু করে বাড়ছে ছবির অগ্রিম টিকিট বিক্রি। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ আরও কয়েক গুণ বাড়ল! কারণ? ‘পুষ্পা ২’-এর গান ‘অঙ্গারোঁ’-র তালে নাচের ভিডিও শেয়ার করেছেন ছবির কোরিওগ্রাফার গণেশ আচার্য আর সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
শ্রেয়ার পরণে সাদা আর লাল ফ্লোরাল প্রিন্টের কুর্তা, খোলা চুল! গনেশ বেছেছেন সাদা জ্যাকেট-কালো টিশার্ট! ভিডিওটি শেয়ার হয়েছে ছবির প্রযোজনা সংস্থার তরফে। শেয়ার হতেই ভাইরাল। দেখুন সেই ভিডিও–
advertisement
অন্যদিকে, ‘পুষ্পা ২’ মুক্তির আগে বিপাকে পড়লেন অভিনেতা অল্লু অর্জুন। অল্লু তাঁর অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন আর তা নিয়েই আপত্তি উঠে এসেছে। সম্প্রতি মুম্বইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে অল্লু তাঁর অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘‘আমার কোনও অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালবাসি। তাঁরা আমার পরিবারের মতো। তাঁরা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন।” অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, অনুরাগীদের ‘আর্মি’র সঙ্গে তুলনা করায়, হায়দরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তাঁর অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 5:40 PM IST