সিনেমা ও টেলিভিশন জগতে নক্ষত্রপতন ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জসবিন্দর ভাল্লা

Last Updated:

Punjabi Comedian Jaswinder Bhalla Death News: কমেডিয়ান এবং পঞ্জাবি সিনেমা জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা জসবিন্দর ভল্লা শুক্রবার সকালে প্রয়াত হন ৷ তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷

প্রয়াত জসবিন্দর ভাল্লা
প্রয়াত জসবিন্দর ভাল্লা
নয়াদিল্লি: শুক্রবার সকাল সকালই দুঃসংবাদ ৷ প্রয়াত হলেন পঞ্জাবি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা। ৯০-এর দশক থেকেই তিনি পঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ। সাম্প্রতিক বছরগুলিতে ‘ক্যারি অন জাট্টা’ ফ্র্যাঞ্চাইজির ‘অ্যাডভোকেট ধিলোঁ’ চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া জাট অ্যান্ড জুলিয়েট-এর মতো আরও একাধিক হিট ছবি ও সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷
পঞ্জাবি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা জসবিন্দর শুক্রবার ভোরে মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার, ২৩ অগাস্ট মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কপিল শর্মার শো-তেও একবার উপস্থিত হয়েছিলেন প্রবীণ এই অভিনেতা ৷ সেই অনুষ্ঠানে কপিল জানিয়েছিলেন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন সেখানে জসবিন্দর ভল্লার অনেক বড় অবদান রয়েছে ৷ কারণ কমেডি কীভাবে করতে হয়, ‘পাঞ্চ লাইন’ কীভাবে মারতে হয়, কমেডি করার সময় টাইমিং ঠিক রাখা ইত্যাদি সবকিছুই তিনি জসবিন্দর ভাল্লার কাছ থেকে শিখেছেন ৷ জসবিন্দরকে নিজের ‘গুরু’ বলে শোয়ে সম্বোধন করেছিলেন কপিল শর্মা ৷
advertisement
advertisement
তাঁর জনপ্রিয়তার আরও একটি বড় কারণ ছিল ‘ছনকাটা’ সিরিজে চাচা ছত্রার চরিত্রে অভিনয়।  সিরিজটি পঞ্জাবে বিপুল সাড়া ফেলেছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমা ও টেলিভিশন জগতে নক্ষত্রপতন ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জসবিন্দর ভাল্লা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement