প্রযোজক হিসেবে দেব কেমন, নিজের অভিজ্ঞতা জানালেন প্রসেনজিৎ

Last Updated:

Prosenjit Chatterjee on Dev: যাঁরা সিনেমা নিয়ে একটু আধটু খবর রাখেন তারা হয়তো জানেন যে কাছের মানুষের প্রযোজক স্বয়ং দেব। 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস''থেকে এবার পুজোয় রিলিজ করতে চলেছে দুই সুপারস্টারের ব্লকবাস্টার ছবি 'কাছের মানুষ'l

এবার পুজোয় রিলিজ করতে চলেছে দুই সুপারস্টারের ব্লকবাস্টার ছবি 'কাছের মানুষ'
এবার পুজোয় রিলিজ করতে চলেছে দুই সুপারস্টারের ব্লকবাস্টার ছবি 'কাছের মানুষ'
কলকাতা : টলিউডে এক কথায় তাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলেই সকলে চেনেন। তিনি হলেন সকলের প্রিয় বুম্বাদা। তাঁকে এ বার দেখা যাবে দেবের সঙ্গে 'কাছের মানুষ' ছবিতে। এখানে দেব শুধু তাঁর  সহ-অভিনেতা নন,প্রোডিউসারও বটে। যাঁরা সিনেমা নিয়ে একটু আধটু খবর রাখেন তারা হয়তো জানেন যে কাছের মানুষের প্রযোজক স্বয়ং দেব। 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস''থেকে এবার পুজোয় রিলিজ করতে চলেছে দুই সুপারস্টারের ব্লকবাস্টার ছবি 'কাছের মানুষ'l
অভিনেতা দেবকে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহুদিন ধরে চেনেন ,কিন্তু এবার প্রত্যক্ষ করলেন প্রযোজক দেবকে। প্রডিউসার হিসেবে দেব কেমন ? প্রশ্ন করা হলে প্রসেনজিৎ জানান, " এই ছবিতে অভিনয় করতে গিয়ে আবিষ্কার করলাম এক অন্য দেবকে। কারণ দেবের মধ্যে এক অন্য দেবের উত্তরণ ঘটেছে। তা হল সিনেমার প্রতি নিঃস্বার্থ ভালবাসা।এই শিল্পটিকে ভালবেসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবের মধ্যে যে একনিষ্ঠ প্রয়াস দেখলাম তা সত্যি আগে কখনো দেবের মধ্যে দেখিনি। অর্থাৎ ফিল্মকে ভালবেসে দেব অভিনয় করে ঠিকই, কিন্তু চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য,এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য এক অদম্য প্রয়াস দেখলাম দেবের মধ্যে।এই স্পিরিট দেবকে এক অন্য স্তরে নিয়ে যাবে।' '
advertisement
আরও পড়ুন :  সাবেকি পোশাকে নজরকাড়া খুশি, ভক্তদের চোখ সরছে না হবু নায়িকার রূপে...
আর প্রিয় বুম্বাদার কাছ থেকে এই ধরনের কম্প্লিমেন্ট পাওয়ার পর দেব অকপটে স্বীকার করলেন যে, "শুধু মুখের কথায় কেউ ইন্ডাস্ট্রি হয়না। কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 'ইন্ডাস্ট্রি'বলা হয়? এই ছবিতে তাঁর  সঙ্গে কাজ করতে গিয়ে আরও ভালোভাবে  বুঝতে পারলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজের প্রতি ডেডিকেশন, নিয়মানুবর্তিতা এবং সকলের সঙ্গে মানিয়ে,ফিল্মকে ভালবেসে কাজ করার যে প্রবণতা তা একমাত্র  বুম্বাদার সঙ্গে কাজ করলেই বোঝা যায়। ইন্ডাস্ট্রির যেকোনও সঙ্কটে তিনি তাঁর হাত বাড়িয়ে দেন। এরকম একটি মানুষ এক দিনে নয়,দীর্ঘদিন ধরে তিলে তিলে সকলের কাছে ‘ইন্ডাস্ট্রি’ হয়ে উঠেছেন।'
advertisement
advertisement
আরও পড়ুন :  হৃদয়পুরে ত্রিকোণ প্রেম! সৌরভ-অর্ণর সঙ্গে দর্শনার নতুন রসায়ন
কাছের মানুষ করতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন অভিনেতা দেবের আরও একটা  দিক আবিষ্কার করলেন ঠিক তেমনি ইন্ডাস্ট্রি বুম্বাদা কোথাও যেন দেবের কাছে বড় দাদা হয়ে উঠলেন। ছবির নাম কাছের মানুষ তো বটেই তবে এই ছবিটি করতে গিয়ে প্রসেনজিৎ ও দেব আরও বেশি কাছের মানুষ উঠলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রযোজক হিসেবে দেব কেমন, নিজের অভিজ্ঞতা জানালেন প্রসেনজিৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement