হৃদয়পুরে ত্রিকোণ প্রেম! সৌরভ-অর্ণর সঙ্গে দর্শনার নতুন রসায়ন
- Published by:Teesta Barman
Last Updated:
ছবিতে 'অর্জুন'-এর চরিত্রে দেখা যাবে সৌরভকে। শহর থেকে গ্রামে আসা এক স্বাস্থ্যকর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে অর্ণকে দেখা যাবে 'শক্তি' চরিত্রে। দর্শনা অভিনয় করবেন 'শ্রী'-এর চরিত্রে।
#কলকাতা: হৃদয়পুরের গল্পে এবার মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়। মুক্তি পেল 'হৃদয়পুর' ছবির মোশন পোস্টার। যার প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে এক গ্রামের বিচিত্র রূপ। প্রেম আর থ্রিলারের মিশ্রণে এই ছবির পরিচালনা করছেন পরিচালক সৌম্যজিত আদক।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রজতাভ দত্ত, তন্নি লাহা রায় প্রমুখ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, শাওন চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, রানা বসু ঠাকুর, সুদীপ ধারা, পায়েল রায় প্রমুখ।
advertisement
advertisement
ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ। শ্যুট হয়েছে বাংলার বিভিন্ন গ্রামে।

ছবিতে 'অর্জুন'-এর চরিত্রে দেখা যাবে সৌরভকে। শহর থেকে গ্রামে আসা এক স্বাস্থ্যকর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে অর্ণকে দেখা যাবে 'শক্তি' চরিত্রে। দর্শনা অভিনয় করবেন 'শ্রী'-এর চরিত্রে। মানুষের হৃদয়ের টানাপড়েনের গল্প বলবে এই ছবি।
advertisement
এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রিতে সৌরভ দাস এবং অর্ণ মুখোপাধ্যায় অন্যতম সেরা প্রতিভা। এক জন পর্দা এবং অন্য জন মঞ্চে নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে। এবার হৃদয়পুরে এঁদের জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 5:39 PM IST