Prosenjit Chatterjee Rituparna Sengupta: প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০! পর্দায় এবার 'অযোগ্য' হয়ে ম্যাজিক দেখাবে 'প্রিয় জুটি'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee Rituparna Sengupta: বাংলা ছবির অন্যতম প্রিয় জুটি বুম্বা-ঋতুপর্ণার এই ছবির নাম 'অযোগ্য', পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
কলকাতা: ফের জুটি বেঁধে পর্দায় ম্যাজিক দেখাতে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি। এবং এই ছবি হতে চলেছে তাঁদের কেরিয়ারের ৫০ তম ছবি। বাংলা ছবির অন্যতম প্রিয় জুটি বুম্বা-ঋতুপর্ণার এই ছবির নাম ‘অযোগ্য’, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
বুধবার শহর কলকাতার এক রেস্তরাঁয় প্রকাশ্যে এল ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। সাক্ষী থাকলেন ঋতুপর্ণা আর বুম্বাদা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি, তবে এদিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা।
First time in the History of Cinema, two actors come together for their 50th film.
Presenting the Official Logo of @RituparnaSpeaks and my 50th Film, #Ajogya directed by @KGunedited, will hit the theatres soon… #CreatingHistory#UpComingProject #NewMovies… pic.twitter.com/KnPzuA9lEo
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) December 6, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে একের পর এক তরুণ-তরুণীর হার্ট অ্যাটাকে মৃত্যু, চমকে ওঠা তথ্য প্রকাশ্যে! বড় পদক্ষেপ কেন্দ্রের
মাঝে ১৫ বছর কাজ করেননি একসঙ্গে। ‘প্রাক্তন’-এর হাত ধরে হয়েছিল তাঁদের ব্লকবাস্টার কামব্যাক। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা। মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ পর্দায় ফিরছে এই জুটি। ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল রঙা শাড়ি, কালো হাফ শার্ট আর ডেনিমে টলিউড ইন্ডাস্ট্রি।
advertisement
একসময় বাণিজ্যিক ধারার ছবিতে সবচেয়ে সফল জুটি ছিল বুম্বাদা এবং ঋতুপর্ণার। এরপর নানা কারণে একটা দীর্ঘ সময়ে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি, কামব্যাক করলেন শিবু-নন্দিতার ‘প্রাক্তন’ দিয়ে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা দুজনেই বললেন, সিনেমার ইতিহাসে আর কোন অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে ৫০ টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই তাঁদের। বাংলা ছবির তো বটেই, খুব সম্ভবত ভারতীয় ছবির ক্ষেত্রেই এটি রেকর্ড।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 7:48 PM IST