Heart Attack: দেশজুড়ে একের পর এক তরুণ-তরুণীর হার্ট অ্যাটাকে মৃত্যু, চমকে ওঠা তথ্য প্রকাশ্যে! বড় পদক্ষেপ কেন্দ্রের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Heart Attack: গত ছয় মাসে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। এর থেকেও বেশি চমকে দেওয়ার মতো তথ্য হল বয়স।
নয়াদিল্লি: গরবা চলাকালীন গুজরাত থেকে একের পর এক কমবয়সির হার্ট অ্যাটাকের খবর শিরোনামে এসেছিল। দেশজুড়েই অল্পবয়সি ছেলেমেয়েদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। সামনে আসছে একের পর এক কেস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেশজুড়ে সিপিআর টেকনিক শেখানোর ব্যবস্থা শুরু হল। সিপিআর অর্থাৎ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। আচমকা হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্ট হয়ে দমবন্ধ হয়ে এলে সিপিআর দেওয়া হয় এই ব্যক্তিকে।
বুকে চাপ দিয়ে শরীরে অক্সিজেন চলাচল বাড়ানোর ব্যবস্থা করা হয় এই সিপিআর টেকনিকে। ৬ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া দেশজুড়ে সিপিআর টেকনিক শেখানোর অনুষ্ঠান উদ্বোধন করেন। দেশজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষকে সিপিআর টেকনিক শেখানো হবে এই প্রোগ্রামে। এনসিআরবি-র তথ্য অনুযায়ী দেশে ১২.৫ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
আরও পড়ুন: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত
গত ছয় মাসে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। এর থেকেও বেশি চমকে দেওয়ার মতো তথ্য হল বয়স। মৃতদের ৮০ শতাংশের বয়স ১১ থেকে ২৫ বছরের মধ্যে। সম্প্রতি গুজরাতের এই অবস্থা নিয়েই বেড়েছে উদ্বেগ। আর এই পরিস্থিতির মোকাবিলা করতেই নয়া উদ্যোগ নিয়েছিলেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রী কুবের দিনদোর। একটি কর্মশালাও করানো হয় সেখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: পটলের সঙ্গে পটলের বীজগুলি খাওয়া শরীরের জন্য ভাল না খারাপ? জানুন
ওই কর্মশালাতেও সিপিআর (কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন) শেখানো হয় দুই লাখ শিক্ষক ও অধ্যাপকদের। আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে বাঁচাতে সিপিআর কার্যকরী। তাই এই সিদ্ধান্ত নিয়েছিল গুজরাতের শিক্ষা দফতর। সেই মতো এবার গোটা দেশজুড়েই প্রায় ১০ লক্ষ মানুষকে সিপিআর টেকনিক শেখাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 1:50 PM IST