• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আমার মতো ভিলেন নেই: প্রিয়াঙ্কা চোপড়া

আমার মতো ভিলেন নেই: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷

বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷

বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ এখন তো প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কম, হলিউডেই সদা ব্যস্ত ৷ তবে এর বাইরেও প্রিয়াঙ্কা বিন্দাস নায়িকা হওয়ার জন্যই আরও বেশি জনপ্রিয় ৷

  প্রিয়াঙ্কা চোপড়া কখনই রেখে-ঢেকে কথা বলেন না ৷ যা বলেন একেবারে মুখের ওপরে ৷ তা ছবি বিষয়ক কিংবা হোক ব্যক্তিগত ৷ শাহরুখ খানের নাম জুড়িয়ে যখন গুজবে এসেছিলেন প্রিয়াঙ্কা তখনও প্রতিবাদ করেছিলেন সবার মুখের সামনেই৷ এই বিন্দাস হওয়ার কারণে কখনও বদনাম হয়েছেন প্রিয়াঙ্কা, কখনও সুনামও কুড়িয়েছেন তিনি ৷ তবে যাই হোক প্রিয়াঙ্কা কিন্তু বদলায়নি ৷ এখনও রয়েছেন বিন্দাস ৷

  আপাতত, প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন ‘কোয়ান্টিকা’ সিজন টু-এর শ্যুটিংয়ে ৷ শ্যুটিং ফ্লোর থেকে নানারকম ছবিও আপলোড করেছেন ট্যুইটারে ৷ তবে শুধু মার্কিন টেলিভিশন ধারাবাহিক নয় ৷ হলিউড ছবি ‘বেওয়াচ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ আর এই ছবিতে মোটেই প্রিয়াঙ্কা হিরোইন নন ৷ বরং খলনায়িকা !

  ‘বেওয়াচ’ ছবিতে ভিলেনের অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা জানালেন, ‘এরকম ভিলেন এখনও অবধি সিনেমায় কেউ দেখেনি ৷ সুন্দরী, কনফিডেন্ট ৷ আর একেবারে কুল ৷ একেবারে ঠান্ডা মাথায় শয়তানি করে যায় এই ভিলেন ৷ আমার মনে হয় আমার মতো কেউ ভিলেন হতেই পারবে না !’

  ‘কোয়ান্টিকো’ প্রথম সিজন দারুণ হিট মার্কিন টেলিভিশনে ৷ প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে অস্কারের মঞ্চেও ৷ প্রিয়াঙ্কা শুধু আর বলিউডের ফেস নন, বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয় ৷

  First published: