Priyanka Chopra: ‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’, নাকের সার্জারির পর কেন অবসাদে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? কারন জানুন

Last Updated:

নিজের সার্জারি নিয়ে অকপটে কথা বললেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। নাকের সার্জারি তার মানসিক স্বাস্থ্যের ওপর কী ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল, সেই নিয়ে কথা বললেন তিনি

‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’,নাকের সার্জারির পর কেন অবসাদে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? কারণ জানুন
‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’,নাকের সার্জারির পর কেন অবসাদে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? কারণ জানুন
নায়িকাদের সার্জারি নিয়ে বিস্তর জল্পনা। কেউ ঠোঁট বদলেছেন, তো কেউ নাক। কারও আবার একাধিক অঙ্গে সার্জারি। সার্জারির কথা কিছু নায়িকা খোলা মনে স্বীকার করেন, তো কেউ আবার চুপিসারে রাখতেই পছন্দ করেন। তবে, এবার নিজের সার্জারি নিয়ে অকপটে কথা বললেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। নাকের সার্জারি তার মানসিক স্বাস্থ্যের ওপর কী ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল, সেই নিয়ে কথা বললেন তিনি৷
একসময় বলিউডে রাজত্ব করেছেন, এখন বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও পা রেখেছেন৷ একের পর এক সফল কাজের পর ‘দেশি গার্ল’ এখন আর্ন্তজাতিক তারকা৷ তবে, এই সফলতার গল্পের আড়ালে থাকা যন্ত্রণার কাহিনি অনেকেরই অজানা৷ সম্প্রতি, একটি আর্ন্তজাতিক শো-তে এসে নিজের জীবনের অন্ধকার সময় নিয়ে জানালেন তিনি৷ নাকের একটি সার্জারির পর তাঁর মনে হয়েছিল বুঝি কেরিয়ারের সব শেষ৷
advertisement
advertisement
‘‘নিজেকে একেবারে অন্যরকম দেখতে লাগছিল৷ আমি ভয়ঙ্কর ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম৷ মনে হচ্ছিল, আমার অভিনয় জীবন শুরু হওয়ার আগেই বোধহয় শেষ হয়ে গেল’’, বলেন প্রিয়াঙ্কা৷ এই কঠিন সময়ে তাঁর হাত শক্ত করে ধরে রেখেছিলেন প্রিয়াঙ্কার বাবা৷ ‘‘আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, তবে বাবা বললেন ভয় কী? আমি তোমার সঙ্গে ওই ঘরেই থাকব’’৷ প্রসঙ্গত, নাকে একটি পলিপ হয় প্রিয়াঙ্কার৷ যে কারনেই তাঁকে সার্জারির আশ্রয় নিতে হয়৷
advertisement
জীবনের ওই কঠিন সময়ে বাবার পাশে থাকাই সাহস জুগিয়েছিল সিটাডেল তারকাকে৷ পাশাপাশি বলিউডের পরিচালক অনিল শর্মার কথাও বলেন৷ শরীরে কাঁচি চালানোর পর তিন তিনটি প্রজেক্ট হাতছাড়া হয়ে যায় প্রিয়াঙ্কার৷ সেসময় পরিচালক অনিল শর্মাই প্রিয়াঙ্কাকে কাজ দেন৷ অভিনেত্রীর কথায়, ‘‘ছবিতে আমার লিড রোল করার কথা ছিল, তবে আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুরো আবহাওয়াই তখন আমার বিপক্ষে চলে গিয়েছিল৷ কিন্তু পরিচালক সহৃদয় হয়ে আমাকে একটি ছোট্ট চরিত্রে কাজ দেন৷ বলেন, চরিত্রটা ছোট, তবে এতেই তোমার সেরাটা উজাড় করে দাও৷ আমি তাই করেছিলাম৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: ‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’, নাকের সার্জারির পর কেন অবসাদে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? কারন জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement