ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !

Last Updated:

খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’

#মুম্বই: খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’
প্রিয়াঙ্কার কথায়, বেশ কিছুদিন ধরে তিনি ভুগছেন ‘নোমোফোবিয়া’ রোগে ৷ ফোন হারিয়ে ফেললে, কিংবা ফোন অকেজো হয়ে পড়লে, বহু মানুষই ভোগেন এই রকম রোগে ৷ ফোন নিয়ে প্যানিকও শুরু করেন বহু লোক ৷ সেই রকমই এক রোগে আক্রান্ত হয়েছেন প্রিয়াঙ্কা ৷ পিগির কথায়, ‘তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে !’
advertisement
তবে শুধু প্রিয়াঙ্কাই নয়, অজয় দেবগণও নাকি বহুবার আক্রান্ত হয়েছেন এই মানসিক রোগে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement