Priyanka Chopra in Mumbai: বোন পরিণীতির রোকায় যোগ দিতেই কি সপরিবারে মুম্বইয়ে প্রিয়ঙ্কা, বাড়ছে জল্পনা

Last Updated:

Priyanka Chopra in Mumbai: কয়েক দিন ধরেই রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি বিয়ে হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷ তাঁদের সম্পর্ক বেশ চর্চিত কিছু দিন ধরেই৷

মু্ম্বই : শুক্রবার বিকেলে স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতীকে নিয়ে মুম্বই পৌঁছলেন প্রিয়ঙ্কা চোপড়া৷ কালিনা বিমানবন্দরে তারকাকে সপরিবার দেখা যেতেই বলিউডের অন্দরমহলে ছড়িয়ে পড়ে গুঞ্জন৷ তাহলে কি বোন পরিণীতি চোপড়ার রোকায় যোগ দিতে এসেছেন তিনি? প্রসঙ্গত গত কয়েক দিন ধরেই রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি বিয়ে হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷ তাঁদের সম্পর্ক বেশ চর্চিত কিছু দিন ধরেই৷
শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুই পরিবার এক হয়ে যোগ দেবে রোকায়৷ বিয়েরও খুব বেশি দেরি নেই৷ প্রিয়ঙ্কাকে মায়ানগরীতে দেখা যেতেই আরও জোরদার হল জল্পনা৷ তবে বিয়ের জল্পনায় প্রিয়ঙ্কা বা পরিণীতি কেউই এখনও পর্যন্ত সিলমোহর দেননি৷ সংবাদমাধ্যমে প্রকাশ, পরিণীতির সম্ভাব্য বয়ফ্রেন্ড রাঘব চড্ঢার সঙ্গে আলাপ করতে পারেন প্রিয়ঙ্কা৷ তাঁর মু্ম্বই আগমনের সঙ্গে জড়িয়ে আছে সিটাডেলের প্রচারপর্বও৷ তবে পরিবারের জন্য নাকি এবার বেশ কিছুটা সময় রাখছেন প্রিয়ঙ্কা৷ তিনি এসেছেন বলে ঘরোয়া অনুষ্ঠানও হতে পারে৷
advertisement
আরও পড়ুন :  বলিউডে ফের বিয়ের সানাই? পুরনো বন্ধু এই রাজনীতিকের সঙ্গে পরিণীতির রোকার দিন নাকি সামনেই
ইতিমধ্যে আবার পরিণীতির সহ-অভিনেতা হ্যারি সাঁধু জানিয়েছেন রাঘবের সঙ্গে অভিনেত্রীর বিয়ে হচ্ছে৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘আমি খুব খুশি যে বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে৷ আমি তাঁকে শুভেচ্ছা জানাই৷’’ ‘কোড নেম: তিরঙ্গা’ ছবির শ্যুটিঙের সময় নাকি তাঁদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হত৷ পরিণীতি বলতেন রাঘবকে ‘‘আমি সেদিনই বিয়ে করব যেদিন মনে হবে আমি উপযুক্ত মনের মানুষ খুঁজে পাই৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  এই ছবিতে আছেন যিশুও, শকুন্তলা সাজতে কত কোটির সোনা হিরের গয়না সামান্থা পরছেন জানলে চোখ কপালে উঠবে
বুধবার রাতে রাঘব এবং পরিণীতিকে একসঙ্গে দেখা যায় দিল্লি বিমানবন্দরে৷ ফলে তাঁদের বিয়ের সম্ভাবনা আরও পল্লবিত হয়ে ওঠে৷ শোনা যাচ্ছে ডিজাইনার মনীশ মালহোত্রার কাছে গিয়ে রোকার পোশাকও পছন্দ করেছেন পরিণীতি৷ এখন তাঁকে রিয়েল লাইফে বধূবেশে দেখার অপেক্ষায়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra in Mumbai: বোন পরিণীতির রোকায় যোগ দিতেই কি সপরিবারে মুম্বইয়ে প্রিয়ঙ্কা, বাড়ছে জল্পনা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement