ফের দেশের মুখ উজ্জ্বল করলেন প্রিয়াঙ্কা চোপড়া ! UNICEF-এর বড় সম্মানে গর্বিত
Last Updated:
অনন্য সম্মান বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার
#মুম্বই: বলিউডের অনতম সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ফের একবার দেশের মাথা বিশ্বের দরবারে উঁচু করালেন ৷ UNICEF এর পক্ষ থেকে চলতি বছরের জুন মাসে বিশেষ সম্মানের কথা ঘোষণা করেছিল ৷ মঙ্গলবার রাতেই এই বিশ্ষ সম্মান গ্রহণ করেছেন তিনি ৷ পুরস্কার গ্রহণের পরে প্রিয়াঙ্কা জানিয়েছেন সমাজসেবার কোনও বিকল্প নেই ৷
BIG NEWS: @UNICEF Goodwill Ambassador @priyankachopra will receive the Danny Kaye Humanitarian Award at our #UNICEFSnowflake Ball this December! An incredible voice for children — including on her recent visit to Ethiopia. More updates to come! pic.twitter.com/FyXvXVpZNR
— UNICEF USA (@UNICEFUSA) June 11, 2019
advertisement
advertisement
সমাজ সেবা তাঁর জীবনের এক অঙ্গতে পরিণত হয়েছে ৷ এই পুরস্কার আমেরিকান অভিনেতা ও সমাজ সেবক ড্যানি কায়ের নামে প্রচলিত হয়েছিল ৷ যিনি এর আগে ইউনিসেফের বিশেষ দূত ছিলেন ৷ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ডায়নে বার্ন ফুরস্টনবার্গ ৩৭ বছর বয়সী প্রিয়াঙ্কাকে এই পুরস্কার প্রদান করেছেন ৷ এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সদভাবনা দূতের ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা ৷
advertisement
একটি প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন তখন তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন ৷ তারপরেই তিনি ভাবেন সমাজের জন্যও কিছু করাটা দরকার ৷ তখনই তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে অন্য দুঃস্থ শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করতে শুরু করেন ৷ সেই সময়ে তাঁর এক সহযোগী নতাশা পাল তাঁকেই ইউনিসেফের কথা বলেছিলেন ৷ এই নিয়েই চর্চা শুরু করে দেন প্রিয়াঙ্কা ৷ তারপর সমাজ সেবায় ১৩ বছর অতিক্রান্ত করেছেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2019 12:57 PM IST