Priyanka Chopra’s Daughter: অবশেষে যুদ্ধজয়, জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল নিক-প্রিয়ঙ্কার মেয়ে, দেখুন প্রথম ছবি

Last Updated:

Priyanka Chopra’s Daughter: প্রিয়ঙ্কা জানিয়েছেন সময়ের আগেই তাঁদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) বা নিকু-তে রেখে তার চিকিৎসা করা হয়৷

Priyanka Chopra and Nick Jonas
Priyanka Chopra and Nick Jonas
মুম্বই : অবশেষে জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে, মালতী মেরি চোপড়া জোনাস৷ মেয়ের প্রথম ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দম্পতি৷ ছবিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা পরম স্নেহে ও গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন তাঁর মেয়েকে৷ নিক ধরে আছেন মেয়ের হাত৷ নবজাতকের মুখ গোপনই রাখা হয়েছে অবশ্য৷ প্রিয়ঙ্কা জানিয়েছেন সময়ের আগেই তাঁদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) বা নিকু-তে রেখে তার চিকিৎসা করা হয়৷
সন্তানকে নিয়ে তাঁদের প্রথম ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘এই মাদার্স ডে-তে জানাচ্ছি যে গত কয়েক মাসে আমাদের উপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছে৷ আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, তার মধ্যে দিয়ে ইতিমধ্যে অনেকেই পাড়ি দিয়েছেন৷ নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১০০ দিনের বেশি থাকার পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়িতে এল৷’’
advertisement
বলিউড নায়িকা জানাতে ভোলেননি যে গত কয়েক মাস তাঁদের পরিবারের কাছে যথেষ্ট প্রতিবন্ধকতাময় ছিল৷ এখন সন্তান বাড়িতে আসায় সকলে উচ্ছ্বসিত৷ অনুরাগীদের মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘সকল মা এবং আমাদের যাঁরা খেয়াল রাখেন, তাঁদেরকে মাদার্স ডে-এর শুভেচ্ছা৷ আমাদের পথ চলাকে তোমরা সহজ করে দিয়েছ৷ তোমাদের সকলকে ধন্যবাদ৷ তোমরা ছাড়া আর কারওর সাহায্যে আমি এটা করতে পারতাম না৷ আমাকে একজন মা বানানোর জন্য তোমাদের ধন্যবাদ৷’’
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

advertisement
ইন্ডাস্ট্রি থেকে প্রিয়ঙ্কার বন্ধুরা অভিনন্দন উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তাঁকে৷ প্রীতি জিন্টা লিখেছেন, ‘‘অবশেষে বাচ্চা বাড়িয়ে আসায় ও কতটা খুশি৷ অভিভাবকত্বের প্রতি মুহূর্ত এবং মা হওয়ার প্রতিটা মাইলফলক উপভোগ করো৷ অনেক ভালবাসা সব সময়ের জন্য৷’’ এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, রণবীর সিং, সানিয়া মির্জা, সোনম কপূর এবং গওহর খান৷ প্রিয়ঙ্কার বোন পরিণীতি লিখেছেন ‘‘তোমাদের দু’জনকে এভাবে দেখে...গত তিন মাস একই সঙ্গে ছিল কঠিন ও অনুপ্রেরণাদায়ক৷ মিমি দিদি-হাসপাতালে আমি তোমার মধ্যে একজন সৈনিককে দেখেছি৷ এবং ছোট্ট বিডি এরমধ্যেই কত কী শিখিয়ে দিল, এমনকী যা ও নিজেও জানে না৷ এ বার ওকে আদর করার সময়৷’’
advertisement
আরও পড়ুন : সঙ্গমের অভ্যাস হঠাৎ বন্ধ করে দিলে কী কী সমস্যা হয়? জানুন বিশেষজ্ঞের মত
প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়ঙ্কা ২০১৮ সালে বিয়ে করেন নিক জোনাসকে৷ এ বছরের গোড়ায় সারোগোসিতে জন্ম হয় দম্পতির প্রথম কন্যাসন্তানের৷ নিক ইনস্টাগ্রামে ঘরনি প্রিয়ঙ্কাকে বলেছেন ‘অবিশ্বাস্য মা’৷ ‘‘প্রিয়তমা, তুমি আমাকে অনুপ্রেরণা দাও৷ স্বচ্ছন্দে ও দৃঢ়ভাবে তুমি পা রেখেছ তোমার নতুন ভূমিকায়৷ এই যাত্রাপথে তোমার সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ৷’’ লিখেছেন নিক৷ বক্তব্যের শেষে মাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়ে স্ত্রীকে ভালবাসার কথা ব্যক্ত করতেও ভোলেননি নিক৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra’s Daughter: অবশেষে যুদ্ধজয়, জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল নিক-প্রিয়ঙ্কার মেয়ে, দেখুন প্রথম ছবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement