Bob Biswas Abhishek Bachchan: চিত্রাঙ্গদা বেকার! অভিষেকের অভিনয়ের প্রশংসা করেও 'বব বিশ্বাস'-কে তীব্র কটাক্ষ প্রীতিশ নন্দীর, কেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিষেক বচ্চনের অভিনয় দেখে প্রীতিশ মুগ্ধ হলেও, নায়কের পরচুলার লুক নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি প্রীতিশ নন্দী (Bob Biswas Abhishek Bachchan)।
#মুম্বই: বিদ্যা বালন অভিনীত সুজয় ঘোষের 'কাহানি' ছবির স্পিন-অফ 'বব বিশ্বাস' কিছুদিন আগেই মুক্তি পেয়েছে (Bob Biswas Abhishek Bachchan)। এবার ববের চরিত্রে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে (Bob Biswas Abhishek Bachchan)। সেই ছবি জি ফাইভে মুক্তি পেয়েছে গত ১০ ডিসেম্বর। বলিউডের প্রযোজক প্রীতিশ নন্দী (Pritish Nandy) ছবি দেখে নিজের মনের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিষেক বচ্চনের অভিনয় দেখে প্রীতিশ মুগ্ধ হলেও, নায়কের পরচুলার লুক নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি প্রীতিশ নন্দী (Bob Biswas Abhishek Bachchan)। এবং তারই সঙ্গে উস্কে দিয়েছেন নতুন আরেকটি স্পিন অফের কথাও।
প্রীতিশ নন্দী (Pritish Nandy) ট্যুইটে লিখেছেন, 'সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় কাহানি ছবির প্রিক্যুয়েল বব বিশ্বাস দেখলাম। জঘন্য পরচুলা থাকা সত্বেও অভিষেক বচ্চনের অভিনয় নজরকাড়া। অভিষেকের স্ত্রী 'মেরি'র চরিত্রে চিত্রাঙ্গদা সিং একেবারেই বেকার। তবে আসর মাত করেছেন স্বল্প খ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়'! ট্যুইটের শেষে তাঁর যোগ, 'এবার কি তবে এই ছবির সিক্যুয়েল 'কালী-দা?' অভিষেকের বব বিশ্বাস ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন বাঙালি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নামই কালী দা।
advertisement
advertisement
Enjoyed the prequel to Kahani, directed by @sujoy_g’s daughter Diya. @juniorbachchan as Bob Biswas is an absolute delight to watch despite his awful wig. Lovely @IChitrangda is wasted as Mary his wife. Little known actor Paran Bandopadhyay takes it all. The sequel? Kali-da. pic.twitter.com/451TWCHb7h
— Pritish Nandy (@PritishNandy) December 12, 2021
advertisement
প্রীতিশ নন্দীর (Pritish Nandy) ট্যুইটের জবাব দিয়েছেন সুজয় ঘোষ। তিনি মজা করেই লিখেছেন, 'কী বলছ কী সুন্দর টাক দেখা যাচ্ছে'। সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির একাধিক ইমোজি। এই চরিত্র দর্শক প্রথম দেখেছেন ২০১২ সালে বিদ্যা বালনের 'কাহানি' ছবিতে। কোমা থেকে বেরিয়ে এসে বব ফের নিজের মানুষ খুনের ব্যবসায় নেমে পড়েছে। তবে ওই ছবিতে ববের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। এবারের সেই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন।
advertisement
আরও পড়ুন: ফুলের চাদরের ছাউনি ধরে ক্যাটরিনার বোনেরা, মণ্ডপে অপেক্ষারত ভিকি! দেখুন বিয়ের নতুন সব স্বপ্ন-ছবি
নিজের স্ত্রী, সন্তান, টাকা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাজের সমস্ত কথাই ভুলে গিয়েছে। একটি মিশনে নিয়োযিত বব বিশ্বাসকে সেই স্মৃতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ছবিতে অভিষেক বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এই ছবির প্রযোজনা করেছে। শাহরুখের সঙ্গেও অভিষেক ছবি করেছেন ২০০৬ সালে কভি আলবিদা না কহেনা ও ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার। অভিষেককে শেষ এ বছরের শুরুতে দ্য বিগ বুল ছবিতে দেখা গিয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2021 7:05 PM IST