Katrina Kaif Vicky Kaushal Wedding: ফুলের চাদরের ছাউনি ধরে ক্যাটরিনার বোনেরা, মণ্ডপে অপেক্ষারত ভিকি! দেখুন বিয়ের নতুন সব স্বপ্ন-ছবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গত ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal Wedding)।
#মুম্বই: যেন একটা স্বপ্নের মতো। রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল ভাবে বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif Vicky Kaushal Wedding)। প্রথম থেকে বিয়ে নিয়ে যতটা রাখঢাক করা হয়েছিল দুই পরিবারের তরফে, বিয়ে শেষে অবশ্য ভক্তদের নিরাশ করছেন না ভিকি-ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal Wedding)। প্রতিদিনই বিয়ে ও বিয়ের সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা ও ভিকি। গত ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal Wedding)। সোমবার ফের বিয়ের দিনের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ।
বিয়ের মণ্ডপে প্রবেশ করার সময়ও দারুণ ভাবে সাজানো হয়েছিল ক্যাটরিনার আসার পথ। ফুলের চাদরের ছাউনি তৈরি করে তার নীচে হেঁটে মণ্ডপে ঢুকেছেন কনে। সেই চাদর ধরে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনার সব বোনেরা। সামনেই দেখা গিয়েছে বহুল পরিচিত ক্যাটরিনার বোন ইসাবেলকে। হিন্দু বিয়ের রীতি মেনেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ক্যাটরিনার গোটা পরিবার। ছবি পোস্ট করে দারুণ বার্তাও দিয়েছেন নায়িকা। লিখেছেন, 'বেড়ে ওঠা, আমরা বোনেরা চিরকালই একে অপরকে রক্ষা করেছি। ওরা আমার শক্তির স্তম্ভ এবং মাটিতে পা রাখার উৎস... আশা করি চিরকাল এমনই থাকবে।'
advertisement
আরও পড়ুন: সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি, শুরু নতুন সংসার, কেমন দেখতে ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ি? দেখুন ভিডিও
advertisement
advertisement
মণ্ডপের উল্টোদিকে দাঁড়িয়ে কনের জন্য অপেক্ষা করছিলেন ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ে করেছেন তারকা জুটি। তবে করোনা ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা বেশি বড় করেননি ভি-ক্যাট। বলিউডের বহু তারকাই এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না। বলিউডে যাঁরা বন্ধু, তাঁদের একটি করে হাতে লেখা নোট এবং একটি হ্যাম্পার পাঠিয়েছেন ভি-ক্যাট। সেই হাতে লেখা নোটের মাধ্যমে তারকা জুটি (Katrina Kaif Vicky Kaushal wedding) জানিয়েছেন, 'খুব শীঘ্রই দেখা হচ্ছে'। অর্থাৎ বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন ভি-ক্যাট।
advertisement
আরও পড়ুন: ক্যাটরিনাকে 'বউদি' বলে সম্বোধন! ভিকির ভাইয়ের কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেন
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষ হওয়ার পরে নাকি লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট। বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্যুটিং সেরে ক্যাটরিনা ও ভিকি যাচ্ছেন ইউরোপে। সেটাই হবে তাঁদের হানিমুন। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়। গোটা মহাদেশের অধিকাংশটাই প্রায় ঘুরে দেখার পরিকল্পনা আছে নবদম্পতির। ইউরোপের বেশ কয়েকটি দেশে বেশ কয়েকদিন ধরে থাকবেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে নাকি টানা দু'মাস ইউরোপে হানিমুনের পরিকল্পনা ক্যাটরিনা ও ভিকির। আর তাই ছবির শ্যুটিং সেরে তবেই যাবেন ভি-ক্যাট।
Location :
First Published :
December 13, 2021 6:34 PM IST