‘অ্যাসফিক্সিয়া’-র কারণে মৃত্যু প্রত্যুষার
Last Updated:
‘অ্যাসফিক্সিয়া’ বা শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রী প্রত্যুষার ৷ শনিবার ময়না তদন্তে এমনই তথ্য উঠে এসেছে ৷ প্রত্যুষার গলায় দড়ির চিহ্নও পাওয়া গিয়েছে ৷ চিকিৎসকদের একটি টিম দীর্ঘ তিন ঘণ্টা ধরে প্রত্যুষার ময়না তদন্ত করে ৷ সমস্ত প্রক্রিয়াটিক ছবি তোলা হয়েছে ও ভিডিও রেকর্ড করা হয়েছে ৷ প্রাথমিক রির্পোট অনুযায়ী, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রত্যুষার ৷ তবে চূড়ান্ত রির্পোট এখনও পাওয়া যায়নি ৷
#মুম্বই: ‘অ্যাসফিক্সিয়া’ বা শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রী প্রত্যুষার ৷ শনিবার ময়না তদন্তে এমনই তথ্য উঠে এসেছে ৷ প্রত্যুষার গলায় দড়ির চিহ্নও পাওয়া গিয়েছে ৷ চিকিৎসকদের একটি টিম দীর্ঘ তিন ঘণ্টা ধরে প্রত্যুষার ময়না তদন্ত করে ৷ সমস্ত প্রক্রিয়াটির ছবি তোলা হয়েছে ও ভিডিও রেকর্ড করা হয়েছে ৷ প্রাথমিক রির্পোট অনুযায়ী, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রত্যুষার ৷ তবে চূড়ান্ত রির্পোট এখনও পাওয়া যায়নি ৷
শুক্রবার বিকেলে মুম্বইয়ের কান্দিভলি লাগোয়া বাঙ্গুর নগরের ফ্ল্যাট থেকে জনপ্রিয় টেলি সিরিয়াল অভিনেতা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। প্রত্যুষাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু, রাহুল সিং। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুলের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল প্রত্যুষার। খুব তাড়াতাড়ি বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। রাহুল রাজ সিংহের সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর পিছনে সম্পর্কের টানা পোড়েন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বন্ধু, রাহুল সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ এরমধ্যেই মুম্বইয়ে প্রত্যুষার শেষকৃত্যে সম্পন্ন হয়েছে । প্রত্যুষার শেষকৃত্যে হাজির ছিলেন মা-বাবা ও বন্ধু-বান্ধব।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2016 9:52 AM IST