Dostojee in Taiwan: 'ওপেনহাইমার' এবং 'বার্বি'র সঙ্গে পাল্লা দিয়ে দৌড়! তাইওয়ানেও সফল প্রসূনের 'দোস্তজি'
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Dostojee in Taiwan: প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত নির্ভেজাল বন্ধুত্বের গল্প দেশের গণ্ডি ছাড়িয়েছিল আগেই। আপাতত চিনের তাইওয়ানে নতুন করে বন্ধুত্বের পাঠ পড়াচ্ছে ছবিটি।
কলকাতা: আবেগের কি কোনও ভাষা হয়? প্রকারান্তরে এই প্রশ্ন মাঝেমাঝেই মাথাচাড়া দেয়। এ বারও দিল। আর চিরাচরিত সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল আরও একবার। সৌজন্যে ‘দোস্তজি’। প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত নির্ভেজাল বন্ধুত্বের গল্প দেশের গণ্ডি ছাড়িয়েছিল আগেই। আপাতত চিনের তাইওয়ানে নতুন করে বন্ধুত্বের পাঠ পড়াচ্ছে ছবিটি।
বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে ‘ওপেনহাইমার’ এবং ‘বার্বি’। আকাশছোঁয়া বাজেট নিয়ে তৈরি দুই হলিউডি ছবির নির্মাণ থেকে কাস্ট, সবটাই চমকে দেওয়ার মতো। সেই নিরিখে প্রসূনের ‘দোস্তজি’কে কোনও ভাবেই এই দুই ছবির সঙ্গে এক পঙক্তিতে রাখা চলে না। কিন্তু যাবতীয়
বাহুল্যের ঊর্ধ্বে গিয় সেই আবেগই যেন শেষ কথা বলল। দুই বন্ধুর আখ্যানের পরতে পরতে জড়িয়ে থাকা আবেগ ছুঁয়ে গিয়েছে চিন দেশের দর্শককেও।
advertisement
advertisement
পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের কথায়, “এই প্রথম কোন বাংলা সিনেমা তাইওয়ানে এল, তাইওয়ানের সরকারি চ্যানেলে বলা হচ্ছে, ওপেনহাইমার ও বার্বির পাশাপাশি, তৃতীয় ধারার একটি ছবি হলে এতটা সাড়া পাচ্ছে৷ প্রথম সপ্তাহে য’টি হলে মুক্তি পেয়েছিল, তার সংখ্যা অনেকগুণে বাড়াতে হয়েছে৷ মানুষ দেখতে আসছেন৷ এটা একটা আশ্চর্য অনুভূতি৷”
advertisement
হাতেখড়িতে পর্দায় আবেগের গল্প বুনেছেন প্রসূন। সেই আবেগের হাত ধরেই সযত্নে তৈরি করেছেন সামাজিক ভাষ্য। পরিচালকের কথায়, “আসলে এটা একটা সার্বজনীন ইমোশনের গল্প৷ ফলে সারা পৃথিবীর মানুষ এই আবেগের গল্পের সঙ্গে রিলেট করছেন৷ সেই কারণেই পৃথিবীর লোক এই ছবিটি দেখছেন৷”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 1:06 PM IST