হোম /খবর /বিনোদন /
নটী বিনোদিনী রূপে কঙ্গনা অধরাই, পূর্ণ হল না প্রদীপ সরকারের শেষ ইচ্ছে

Pradeep Sarkar Last Wish: নটী বিনোদিনী রূপে কঙ্গনা অধরাই, পূর্ণ হল না প্রদীপ সরকারের শেষ ইচ্ছে

দীপ সরকারের সেই ইচ্ছে পূরণ হল না

দীপ সরকারের সেই ইচ্ছে পূরণ হল না

Pradeep Sarkar Last Wish: কিডনির সমস্যা বেড়ে যাওয়া ইদানিং প্রদীপ সরকার কাজ করতে পারছিলেন না

  • Share this:

কলকাতা : শেষ ইচ্ছে পূরণ হল না পরিচালক প্রদীপ সরকারের। তাঁর বহুদিনের ইচ্ছে ছিল নটী বিনোদিনীকে নিয়ে ছবি তৈরি করার। তিনি পরিকল্পনাও করেছিলেন। চিত্রনাট্য তৈরি করছিলেন। নটী বিনোদিনী হিসেবে কঙ্গনা রানাউতকে পছন্দ করেছিলেন। কিন্তু প্রদীপ সরকারের সেই ইচ্ছে পূরণ হল না। শরীর সঙ্গ দিচ্ছিল না। তবে তার মনে অদম্য জোর ছিল। তিনি বার বার বলতেন দ্রুত সুস্থ হয়ে নটী বিনোদিনীর কাজে হাত দেবেন। অন্যান্য চরিত্রের জন্য কলকাতারও কিছু শিল্পীর কথা মাথায় রেখেছিলেন। কিন্তু কিডনির সমস্যা বেড়ে যাওয়া ইদানিং প্রদীপ সরকার কাজ করতে পারছিলেন না।

শুক্রবার ভোট সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।তাঁর ডায়ালিসিস চলছিল। তবু শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রক্তে পটাশিয়ামের মাত্রা অত্যন্ত কমে যায়।  প্রদীপ সরকার প্রথমে বিজ্ঞাপনী ছবি তৈরি করতেন। ২০০৫ সালে ' পরিণীতা ' ছবির মধ্যে দিয়ে বলিউডে পরিচালক হিসেবে পা রাখেন তিনি। এরপর ' লগা চুনরি মে দাগ ', ' লাফাঙ্গে পরিন্দে', ' মর্দানি ' সহ একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করে।

এছাড়াও তিনি ' অ্যারেঞ্জড ম্যারেজ' ও ' ফরবিডেন লভ ' -এর মতো  বিখ্যাত ওয়েব সিরিজ তৈরি করেছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ' হেলিকপ্টার এলা'। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে নটী বিনোদিনী তৈরি করার কথা ভাবছিলেন তিনি। কিন্তু তার এই স্বপ্ন পূরণ হল না। শুক্রবার সকালে পরিচালক হনসল মেহতা টুইট করে তার মৃত্যুর খবর দেন। আজ বিকেলে সান্তাক্রুজ শ্মশানে প্রদীপ সরকারের শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন :  তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি

কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞাপনের কাজ করে গেছেন প্রদীপ সরকার। নতুন করে ছবি কাজে হাত দেওয়ার ইচ্ছে ছিল । নটী বিনোদিনী তার ড্রিম প্রজেক্ট ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পরলোকে পাড়ি দিলেন প্রদীপ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kangana Ranaut, Pradeep Sarkar