পরীমণির সঙ্গে বিচ্ছেদ বিতর্কের মাঝে 'গডফাদার'-এর আগমন! কার উদ্দেশে বিস্ফোরক রাজ

Last Updated:

মঙ্গলবার নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি পোস্ট করেন রাজ। যা বিতর্কের আগুনে ঘৃতাহুতি করে।

#ঢাকা: প্রেম, বিয়ে, সন্তানের আগমন, বিচ্ছেদ- বিগত এক বছরে জীবনের একাধিক অধ্যায় দেখে ফেলেছেন পরীমণি এবং শরিফুল রাজ। বাংলাদেশের নায়িকা গত শুক্রবার রাতে তাঁর স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে যান। ফেসবুকে অভিযোগ করেন, রাজ তাঁর গায়ে হাত দিয়েছেন। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত।
স্ত্রীর এ হেন পদক্ষেপে মানসিক ভাবে বিধ্বস্ত রাজ। জানিয়ে দিয়েছিলেন, পরীমণির সঙ্গে তাঁর সম্পর্ক আর জোড়া লাগবে না। এখানেই থেমে থাকেননি রাজ। মঙ্গলবার নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি। যা বিতর্কের আগুনে ঘৃতাহুতি করে।
রাজ লিখেছেন, 'হ্যালো গডফাদারস অ্যান্ড গ্যাং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।'
advertisement
advertisement
এই পোস্টের পরেই একাধিক প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রি তথা অনুরাগীমহলে। 'গডফাদারস অ্যান্ড গ্যাং' বলতে ঠিক কাদের বুঝিয়েছেন রাজ? কেনই বা তাঁদের উদ্দেশে এই পোস্ট করলেন তিনি? অনেকে মনে করছেন পরীমণি এবং তাঁর বিচ্ছেদের নেপথ্যে রয়েছে এই 'গডফাদার' এবং তাঁর দলবল। কেউ কেউ আবার বলছেন, রাজ হয়তো কারও থেকে হুমকি পেয়েছেন। তার জবাবেই নাকি এ সব লিখেছেন তিনি। তবে আসল সত্যটা কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরীমণির সঙ্গে বিচ্ছেদ বিতর্কের মাঝে 'গডফাদার'-এর আগমন! কার উদ্দেশে বিস্ফোরক রাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement