Pori Moni and Shariful Razz Anniversary: কবুল করিলাম! চিৎকার রাজের, পরীমণির গলায় চুম্বন, বিচ্ছেদে ইতি, অদেখা ভিডিও ভাইরাল
- Published by:Teesta Barman
Last Updated:
Pori Moni and Shariful Razz: বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন রাজ-পরী। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন নায়িকা। তাই বছরের শেষে মধ্যরাতে ছেলে কোলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
ঢাকা: গত বছরের শেষের দিকে ঘর ভাঙতে বসেছিল শরিফুল রাজ এবং পরীমণির। মাসখানেকের মনোমালিন্যের পর আবার তাঁরা নিজেদের বসুন্ধরায় ফের সংসার পাতলেন বাংলাদেশের জনপ্রিয় দম্পতি।
গতকাল, রবিবার তাঁদের বিয়ের এক বছর পূর্ণ হল।আর সে দিনে নতুন এক ভিডিও শেয়ার করলেন পরী। কিন্তু ভিডিওর ঝলকগুলি নতুন নয়। এক বছর আগের। কিন্তু সে দিনের বিয়ের আয়োজনের এই ভিডিও এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়নি।
advertisement
দাম্পত্যকলহের পর নিজেদের মধ্যে মিটমাট করে নেন রাজ ও পরী। তার পরে এই ভিডিও যেন আরও বেশি করে তাঁদের প্রেমের কথা বলে। পোস্ট করে পরী লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিন একটি। আই লাভ ইউ রাজ।’
advertisement
সেই ভিডিওতে তাঁদের নিকাহ-র ঝলক দেখা যায়। ‘কবুল করিলাম’ বলে প্রেমের চিৎকার করে ওঠেন রাজ। তার পরে স্ত্রীর গলায় চুম্বন অথবা তাঁর কোলে মাথা দিয়ে শুয়ে থাকা, প্রেমে মাখোমাখো সেই ভিডিও দেখে খুশি দম্পতির ভক্তরা।
advertisement
‘গুনিন’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন রাজ-পরী৷ শ্যুটিং সেটেই প্রেম আর বিয়ে হয় পরীমণি এবং রাজের৷ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু গত জানুয়ারি মাসে তাঁদের আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা। গত অগাস্ট মাসেই পুত্রসন্তানের মা হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী।
advertisement
বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন তাঁরা। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন নায়িকা। তাই বছরের শেষে মধ্যরাতে ছেলে কোলে বসুন্ধরার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তার পরেও তাঁদের দাম্পত্যকলহের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসে। কিন্তু সন্তানের জন্য এক হয়ে যান আবার। পরী ও রাজ তাঁদের ছেলে রাজ্যকে নিয়ে এখন সুখে শান্তিতে সংসার করছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 12:22 PM IST