Punjabi Singer: 'পরের বার পুরো শেষ করে দেব...!' কানাডায় গুলিবিদ্ধ জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, শরীর ঝাঁঝরা করল কারা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Punjabi Singer: কপিল শর্মার রেস্তোরাঁয় গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটল। এবারের টার্গেট জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহালন।
গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো গুলি চালানো হয়েছে কপিল শর্মার কানাডার ক্যাফেতে। কপিল শর্মার রেস্তোরাঁয় গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটল। এবারের টার্গেট জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহালন।
কানাডায় পাঞ্জাবি গায়ক তেজি কাহালনকে গুলি করে হুমকি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে রোহিত গোদারা গ্যাং। সোশাল মিডিয়া পোস্টে নিষিদ্ধ গোষ্ঠীর অভিযোগে বলেছে, তেজি প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলিকে অস্ত্র ও অর্থ সরবরাহ করতেন । তাদের দাবি গায়ক এসব গোষ্ঠীর কাছে গোপন তথ্যও সরবরাহ করতেন। এসব নোংরা অপরাধের প্রতিদান হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! রেলের TTE থেকে ৩০০-র বেশি ছবিতে অভিনয়, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যান বাড়ির পরিচারিকাকে, কেন? অভিনেতার মৃত্যুর পর যা জানা গেল…
পোস্টে বলা হয়, আমরা কানাডায় তেজি কাহালনের ওপর গুলি চালিয়েছি। পাকস্থলীতে গুলি লেগেছে। এবার যদি ও বুঝতে পারে তাহলে ভালো, নতুবা পরের বার ওকে একদম শেষ করে দেব। পোস্টে সতর্ক করে আরও বলা হয়েছে যে, যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের অর্থ, অস্ত্র বা গোপন তথ্য দিয়ে সহায়তা করে—ব্যবসায়ী, বিল্ডার্স, হাওয়ালা অপারেটর সহ-তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে, এমনকি তাদের পরিবারকেও ছাড়বেন না বলে অনুশ্চিত হুমকি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
শুধু তাই নয়, রোহিত গোদারা গ্যাং এও দাবি করেছে যে, ওই অপরাধী গোষ্ঠীগুলিকে তথ্য দিয়ে সাহায্য করতেন গায়ক। সেই অপরাধের মাশুলই কি গুনতে হল তেজি কাহালনকে? এই নিয়ে উঠছে নানা প্রশ্ন ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 6:11 PM IST