Model Mysterious Death: মুখ ফেরালেন বাবা! অভাবে পড়ে গয়না বন্ধক-বিক্রি! নিজেকে শেষ করলেন সদ্যবিবাহিতা জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Model Mysterious Death:বাবার বাড়ি থেকে ফিরে আসার পর অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে স্যান আত্মঘাতী হন বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে৷
চেন্নাই: জনপ্রিয় মডেল তথা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার স্যান রেচালের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুদুচেরিতে৷ ২৬ বছর বয়সি এই মডেল সম্প্রতি বিয়ে করেছিলেন৷ পরিচিত ছিলেন বিনোদনের জগতে বর্ণবৈষম্য নিয়ে সোচ্চার হয়ে৷ দু’টি হাসপাতাল থেকে স্থানান্তরিত হওয়ার পর স্যানকে মৃত হিসেবে ঘোষণা করে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের চিকিৎসকরা৷
তদন্তকারীদের সন্দেহ, অতিরিক্ত আর্থিক চাপ এবং ব্যক্তিগত পরিসরে চাপ তাঁকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তদন্তে জানা গিয়েছে, স্যান সম্প্রতি তাঁর পেশাগত লক্ষ্যপূরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে তাঁর গয়না বন্ধক রেখে বিক্রি করেছিলেন। তিনি তাঁর বাবার কাছ থেকে আর্থিক সাহায্যও চেয়েছিলেন বলে জানা গিয়েছে৷ কিন্তু তিনি তাঁর ছেলের প্রতি দায়িত্বের কথা উল্লেখ করে মেয়েকে সাহায্য করার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করেছেন। বাবার বাড়ি থেকে ফিরে আসার পর অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে স্যান আত্মঘাতী হন বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে৷
advertisement
পুলিশের উদ্ধার করা একটি সুইসাইড নোটে লেখা আছে যে স্যানের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। তবে, তাঁর দাম্পত্যে স্পর্শকাতর পরিস্থিতির কারণে, তাঁর মানসিক অবস্থার জন্য কোনও বৈবাহিক সমস্যা আছে কি না তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।
advertisement
আরও পড়ুন : উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব
ভারতীয় সিনেমা এবং ফ্যাশন জগতে ফর্সা রঙের ত্বকের প্রতি গভীর পক্ষপাতিত্ব, আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করার জন্যও মডেলিং জগতে নিজের জন্য একটি স্থান তৈরি করেছিলেন স্যান। গায়ের রং কালো এমন ব্যক্তিদের, বিশেষ করে মহিলাদের মুখোমুখি হওয়া বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং প্রায়ই এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তাঁর প্ল্যাটফর্মটি ব্যবহার করেছিলেন। তিনি ২০২২ সালে মিস পুদুচেরি খেতাবও জিতেছিলেন স্যান।
advertisement
তাঁর মৃত্যুরহস্যে পুলিশি তদন্ত অব্যাহত। ইতিমধ্যে, স্যানের অকালমৃত্যুতে ভারতীয় মিডিয়াতে মানসিক স্বাস্থ্য, শিল্পের চাপ এবং কালো ত্বকের রঙ ঘিরে মানসিক চাপ নিয়ে ইন্টারনেটে আলোচনা তুঙ্গে৷
Disclaimer:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 11:04 AM IST