Actress Pujarini Hospitalised: ভয়ঙ্কর খারাপ অবস্থা...! বারবার জ্ঞান হারাচ্ছেন, ICU-তে ভর্তি জনপ্রিয় টলি নায়িকা

Last Updated:

Actress Pujarini Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি টলিপাড়ার স্বনামধন্য নায়িকা পূজারিণী ঘোষ৷ শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে অভিনেত্রীকে আইসিইউ-তে রাখা হয়েছে৷

ICU-তে ভর্তি জনপ্রিয় টলি নায়িকা
ICU-তে ভর্তি জনপ্রিয় টলি নায়িকা
কলকাতা: টলিপাড়ার সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক খারাপ সময়ে মনটা ভীষণ ভারাক্রান্ত সকলের৷ গুরুতর অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি টলিপাড়ার স্বনামধন্য নায়িকা পূজারিণী ঘোষ৷ শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে অভিনেত্রীকে আইসিইউ-তে রাখা হয়েছে৷
আচমকা কী হল অভিনেত্রীর৷ তাঁর শারীরিক অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ অতিরিক্ত ডায়েটের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে৷ তা এখন টের পাচ্ছেন নায়িকা৷ সূত্র থেকে জানা গেছে, কঠিন ডায়েট ও স্ট্রেসের কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নায়িকা৷ পূজারিণীর রক্তচাপ আচমকাই মারাত্মক কমে যায়৷ একবার নয় তিনবার অজ্ঞান হয়ে যান তিনি৷ তারপরই আর দেড়ি না করে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে৷
advertisement
advertisement
হাসপাতালে ভর্তি করার পর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে অভিনেত্রীর৷ তারপরই তাকে তড়িঘড়ি আইসিইউ-তে রাখা হয়৷ তবে আগের চেয়ে একটু ঠিক আছেন, তেমনটাই হাসপাতাল সূত্রের খবর৷
advertisement
টলি ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজারিণী ঘোষ৷ একাধিক বাংলা ধারাবাহিক, ছবি, ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। টলিউডের গন্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। অভয় দেওলের বিপরীতে ‘জে এল ফিফটি’তে অভিনয় করেছেন। এছাড়াও অভিরূপ ঘোষের ওয়েব সিরিজ ‘ওঝা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘আশমানি ভোর’, ‘অন্য রূপকথা’ নামে ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। উল্লেখ্য, গত বছর প্রসূন গায়েনের ‘কৈফিয়ৎ’ ছবিতে এক মুসলিম মহিলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর সমস্ত ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Pujarini Hospitalised: ভয়ঙ্কর খারাপ অবস্থা...! বারবার জ্ঞান হারাচ্ছেন, ICU-তে ভর্তি জনপ্রিয় টলি নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement