Poonam Pandey Holi Party: রঙের পার্টিতে হঠাৎ 'জীবন্ত' পুনম পাণ্ডে! অ্যাডাল্ট তারকাকে দেখে আঁতকে উঠলেন তারকারাও! ভিডিও ভাইরাল

Last Updated:

Poonam Pandey Holi Party: পার্টির অন্দরমহল থেকে চমকে দেওয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। পুনমকে দেখে ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা এমন আঁতকে উঠতে পারে, তা কে জানত!

হোলির পার্টিতে পুনম পাণ্ডে
হোলির পার্টিতে পুনম পাণ্ডে
মুম্বই: হোলির দিন তারকাদের সমাবেশ অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের আস্তানায়। সোমবার, ২৫ মার্চ মুম্বইতে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য একটি হোলি পার্টির আয়োজন করেছিলেন তারকা দম্পতি। পার্টিতে টেলিভিশন তারকা থেকে বড়পর্দার একাধিক তারকা সকাল থেকে রং খেলায় মেতেছেন। ইশা মালব্য, অভিষেক কুমার-সহ ‘বিগ বস’-এর একাধিক তারকাও উপস্থিত হয়েছেন। তা ছাড়াও কণিকা মান, করণবীর বোহরা, সানি লিওনি, অমিত সিয়াল এবং মনীষা রানীর মতো আরও বেশ কয়েকজন শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন অঙ্কিতা এবং ভিকি।
কিন্তু সবার নজর কেড়েছেন কেবল একজন। পুনম পাণ্ডে। পার্টির অন্দরমহল থেকে চমকে দেওয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। পুনমকে দেখে ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা এমন আঁতকে উঠতে পারে, তা কে জানত! সারভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নিজের মৃত্যুর যে ভুয়ো খবর রটিয়েছিলেন, তার রেশ আজও রয়ে গিয়েছে মানুষের মনে। এবং সেই ঘটনার পর এই প্রথম লোকসমক্ষে ধরা দিলেন অ্যাডাল্ট তারকা।
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, পুনম কায়দার সঙ্গে পার্টিতে পা রাখছেন, এবং আশপাশের সকল সেলিব্রিটিরা আঁতকে উঠে তাঁকে দেখছেন, কেউ কেউ আবার ‘বাপ রে’-ও বলে উঠছেন, কেউ কেউ সরে যাচ্ছেন, সকলের চক্ষু ছানাবড়া ‘জীবন্ত’ পুনমকে দেখে।
advertisement
অঙ্কিতা-ভিকির হোলি পার্টি ‘আনভি কি রাস লীলা’য় পুনমের ক্যানসার নিয়ে ‘খেলা’র কথাই সকলের মনে পড়ে যায়। এবং বিরক্তি, অসন্তোষ প্রকাশ পায় ইন্ডাস্ট্রির অন্দরমহলেই।
এই পার্টিতেই ভিকি এবং অঙ্কিতা তাঁদের আসন্ন মিউজিক ভিডিওর ঘোষণা করেন। ‘লা পিলা দে শরাব’-এ একসঙ্গে নাচও করেছেন দম্পতি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা ইনস্টাগ্রামে সেই ভিডিওর ঘোষণা করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poonam Pandey Holi Party: রঙের পার্টিতে হঠাৎ 'জীবন্ত' পুনম পাণ্ডে! অ্যাডাল্ট তারকাকে দেখে আঁতকে উঠলেন তারকারাও! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement