বাল ঠাকরের নাতির সঙ্গে অলায়ার প্রেম ঘিরে জল্পনা তুঙ্গে, সব সম্ভাবনা খোলা রাখলেন মা পূজাও

Last Updated:

পূজার কথায়, ‘‘আমাদের সময় নায়িকাদের যেন বাধ্যবাধকতা ছিল প্রেমিকবিহীন অবিবাহিত কুমারী জীবন কাটানো ৷ কিন্তু এখন সময় পাল্টেছে ৷ প্রত্যেকের এখন একটি ব্যক্তিগত জীবন আছে কাজের বাইরেও ৷’’

মুম্বই:  সাহসী কেরিয়ারে নিজের একাধিক সম্পর্ক নিয়ে পূজা বেদী বরাবরই অকপট ৷ এ বার তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হল মেয়েকে নিয়ে ৷ পূজার মেয়ে অলায়ার সঙ্গে বাল ঠাকরের নাতি ঐশ্বর্যর প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রি গুঞ্জরিত ৷  এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল পূজাকে ৷ উত্তরে কবীরকন্যা অবশ্য সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি ৷ বরং সব সম্ভাবনা খোলা রেখেই উত্তর দিয়েছেন তিনি ৷
পূজার কথায়, ‘‘আমাদের সময় নায়িকাদের যেন বাধ্যবাধকতা ছিল প্রেমিকবিহীন অবিবাহিত কুমারী জীবন কাটানো ৷ কিন্তু এখন সময় পাল্টেছে ৷ প্রত্যেকের এখন একটি ব্যক্তিগত জীবন আছে কাজের বাইরেও ৷’’
করিনার প্রশংসা করে পূজা বলেছেন বিয়ের পরেও যথেষ্ট ভাল কাজ করছেন তিনি ৷ ইন্ডাস্ট্রির এই আমূল ও নাটকীয় পরিবর্তনের জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন দর্শকদের নতুন মানসিকতাকে ৷ এর পিছনে সোশ্যাল মিডিয়ারও অবদান আছে বলে তিনি মনে করেন ৷
advertisement
advertisement
প্রসঙ্গত অলায়া এবং ঐশ্বর্য বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে ৷ বেশ কিছু অনুষ্ঠান ও ফিল্মি পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হলে অলায়া বলেছেন তাঁরা খুব ভাল বন্ধু ৷ ‘‘ জানি, বন্ধুত্ব শব্দটা সম্পর্কের ক্ষেত্রে বহুব্যবহৃত ৷ আমরা আসলে বহুদিনের পারিবারিক বন্ধু৷ আমাদের মায়েরাও একে অপরকে চেনেন ৷ আমরা একসঙ্গে অনেক দিন ধরেই অভিনয়ের ও নাচের ক্লাস করছি ৷ দু’জনকে একসঙ্গে দেখে প্রেম নিয়ে গুঞ্জন রটেছে ৷ আমার কাছে ঐশ্বর্য খুব মজার একজন৷’’ অলায়ার এই দাবিতেও অবশ্য জল্পনা বন্ধ হয়নি ৷
advertisement
পূজা এবং ইব্রাহিম ফার্নিচারওয়ালার মেয়ে অলায়ার পর্দা-পরিচয় অলায়া এফ ৷ ইতিমধ্যেই ‘জওয়ানি জানেমন’ ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া ২’-রও অংশ এই সুন্দরী ৷ দুবাইয়ে তাঁকে এবং ঐশ্বর্যকে দেখা গিয়েছে ছুটি কাটাতে৷ তাঁরা ঐশ্বর্যর জন্মদিন পালন করতে গিয়েছিলেন মরুশহরে ৷ চলতি বছরের শুরুর দিকে ঐশ্বর্য ও তাঁর মা স্মিতার সঙ্গে একই রেস্তরাঁতেও দেখা গিয়েছিল অলায়াকে ৷
advertisement
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাঁকে নিয়ে রঙিন জল্পনার বুদ্বুদ ভাসছে ৷ অবশ্য, কবীর ও প্রতিমা বেদীর নাতনি এবং পূজা বেদীর মেয়ে যে বর্ণময় হবেন, এতে বিস্ময়ের আর কী আছে? বলছেন সিনেপ্রেমীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাল ঠাকরের নাতির সঙ্গে অলায়ার প্রেম ঘিরে জল্পনা তুঙ্গে, সব সম্ভাবনা খোলা রাখলেন মা পূজাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement