Arijit Singh: অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ! কী এমন ঘটল? অভিযোগ করলেন কে? হতবাক সকলেই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Arijit Singh: অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার শুটিং চলছে রাঙ্গামাটির জেলা বীরভূমের বোলপুর শহরের বিভিন্ন জায়গায়। সেই সময় নিজের কাজের জন্য যাচ্ছিলেন বোলপুরের সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। তখনই তাঁকে বাধা দেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা।
বীরভূম, সৌভিক রায়: কমবেশি সকলের পরিচিত এবং প্রিয় গায়ক অরিজিৎ সিং। তাঁর সাদামাটা জীবনযাপন সবসময়ই খবরের শিরোনাম থাকে। সোশ্যাল মিডিয়াতেও তার যাপন সাড়া ফেলেছে দীর্ঘদিন ধরে। কখনও তিনি স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আবার কখনও পায়ে হেঁটে তার স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তবে এবার এই সঙ্গীত শিল্পী এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন থেকে অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার শুটিং চলছে রাঙ্গামাটির জেলা বীরভূমের বোলপুর শহরের বিভিন্ন জায়গায়। সেই সময় নিজের কাজের জন্য যাচ্ছিলেন বোলপুরের সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। তখনই তাঁকে বাধা দেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা। এমনকি, তাঁকে তুলে সরিয়ে দেয় অরিজিৎয়ের দেহরক্ষীরা বলে অভিযোগ কমলাকান্ত লাহার।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান…! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন
এই বিষয়ে কমলাকান্ত লাহা বলেন, “আমি প্রত্যেকদিন এর মতন নিজের কাজে যাচ্ছিলাম৷ ঠিক সেই সময় শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার। রাস্তা আটকে চলছিল শুটিং, আমার খুব তাড়া ছিল৷ নিজের কাজে যাওয়ার জন্য একটু জায়গা চাইলাম, অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বলেন ৫ মিনিট অপেক্ষা করতে হবে৷ আমি দেহরক্ষীর কথা শুনে অপেক্ষা করতে থাকি, তবে পাঁচ মিনিটের জায়গায় সময়টা আরও বেড়ে যায়। ফের বলেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তখন তাঁরা বলেন অন্ততপক্ষে ৩০ মিনিট দাঁড়াতে হবে। আমার কাজের চাপ ছিল, আমি যেতে গেলেই অরিজিৎ সিং এর দেহরক্ষীরা এসে আমার হাত ধরে পুলিশের গাড়িতে চাপাতে যায়। আমাকে হেনস্থা করে। আর এই টানাটানির সময় আমার হাতের আংটি হারিয়ে যায়। এরপরই আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানাই।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ মানুষের মৃত্যুর পর কী হয়? কোমা থেকে ফিরে এসে ‘এই’ মহিলা বিশ্বকে চমকে এমন গোপন কথা ফাঁস করলেন…! যা আজ পর্যন্ত কেউ জানে না
এমন হেনস্থার পরেই কমলাকান্ত লাহা তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানায় এসে প্রথমে মৌখিক অভিযোগ জানান, পরে অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এই খবর জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিল্পী অরিজিৎ সিংয়ের শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাকে হেনস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ বা দেহরক্ষীদের তরফ থেকে কিছু জানা যায়নি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 6:52 PM IST