Pokkhirajer Dim Film Review: কল্প বিজ্ঞানের সঙ্গে মিশে গেছে গ্রাম বাংলার মেঠো স্বাদ! সৌকর্যের তৈরি পক্ষীরাজের ডিম মন ভাল করবে সকলের

Last Updated:

বাংলার বুকে সহজ সরল সাইন্স ফিকশন বানিয়ে তিনি ছোটদের কাছে খুবই মনপসন্দ একটা গল্প তুলে ধরেছেন৷ যাতে রয়েছে লীলা মজুমদার বা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির ফ্লেভার এবং প্রফেসার শঙ্কুর বিজ্ঞান ত্বত্ত্ব! যার সরল ইকুয়েশন হল দর্শক ভর্তি হল!

News18
News18
কলকাতা: বহুকাল ধরে ছোট গল্প বা উপন্যাস থেকে ছবি তৈরি প্রচলোন রয়েছে৷ তবে যদি হত উল্টোটা? সিনেমা গল্প উঠে আসব বইয়ে? তাহলে? সৌকর্য ঘোষালের নতুন ছবি পক্ষীরাজের ডিম দেখতে দেখতে সেই কথাটি মনে হয়েছে বারবার৷ মনে হয়েছে যেন শহর জুড়ে শরতের ঝকঝকে নীল আকাশে মেঘের ভেলা, সামনে আচারের বোয়েম আর হাতে পক্ষীরাজের ডিম বইটি পড়ে চলেছি৷ অদ্ভূত এক শান্তি রয়েছে ছবি জুড়ে৷ রয়েছে ফেলে আসা শৈশবকে খুঁজে পাওয়া৷ ইংরেজি গল্পের বই পড়তে অভ্যস্থ ছোটদের কাছেও এই বাংলা ছবি একটা ম্যাজিক৷ যা তাদের মুগ্ধ করবে৷ কারণ সৌকর্যের ছবির গল্পটি অসম্ভব ব্যালেন্সড৷ তিনি বিজ্ঞানের কথা বলেছেন আবার তাতে মিশিয়ে দিয়েছেন গ্রাম বাংলার এক মেঠো স্বাদ৷ অতএব বাংলার বুকে সহজ সরল সাইন্স ফিকশন বানিয়ে তিনি ছোটদের কাছে খুবই মনপসন্দ একটা গল্প তুলে ধরেছেন৷ যাতে রয়েছে লীলা মজুমদার বা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির ফ্লেভার এবং প্রফেসার শঙ্কুর বিজ্ঞান ত্বত্ত্ব! যার সরল ইকুয়েশন হল দর্শক ভর্তি হল! আজকের ছোটরা যেমন তাঁর ছবি দেখতে পছন্দ করবে, তেমনই তাদের অভিভাবকরাও নিজেদের নিখাদ আনন্দের খোরাক খুঁজে পাবেন ছবিতে৷ তাই এটা শুধু ছোটদের ছবি নয়, এটা সকলের জন্য ছবি, মন ভাল করা ছবি৷

Pokkhirajer Dim U

4/5
13 June 2025|Bengali2 hrs 20 mins|SiFi, Fantasy
Starring:Anumegha Banerjee, Mahabrata Basu, Anirban Bhattacharya, Shyamal Chakraborty, Anujoy Chattopadhyay, Debesh Roy Chowdhury, Subrata SenguptaDirector:Soukarya GhosalMusic:Nabarun Bose
Watch Trailer
ছবির গল্প আকাশগঞ্জ গ্রামকে ঘিরে৷ সেখানে ঘোতন আছে, আছেন তাঁর বটব্যাল স্যার৷ রয়েছে গ্রামের মন্দির এবং সেই মন্দিরের পূজারি৷ গ্রামের প্রধান, তাঁর চেলারা এবং বিদেশ থেকে আসা এক ভিলেন৷ ঘোতনের জন্য পপিন্সও আসে এই গ্রামে৷ সেই গ্রামে লুকনো আছে পক্ষীরাজের ডিম যা ঘিরে ছবির প্লট৷ সৌকর্য ম্যাজিক রিয়ালিজম নিয়ে কাজ করেছেন এর আগে রেনবো জেলিতে৷ সেখানে ছিল এক পরী, যিনি সাত রঙের সাত স্বাদের খাবারের মধ্যে দিয়ে মানুষের মনকে কন্ট্রোল করতে পারতেন৷ আর পক্ষীরাজের ডিম-এ মানুষের ইমোশনের গ্রাফকে বোঝানোর এক ব্যবস্থা করেছেন পরিচালক৷ উল্লেখ্য এর মধ্যে রয়েছে এক বড় চেতনা৷ আপাতদৃষ্টিতে খুব সহজ কথার মাধ্যমে সৌকর্য আসলে মানুষের জটিল মনের তল খোঁজার চেষ্টা চালিয়েছেন৷
advertisement
advertisement
এই ছবির মধ্যে সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধরা গল্পেক একটা ছাপ রয়েছে৷ বিশেষ করে একটি নির্দিষ্ট সিন সেটা মনে করাবে৷ ছবির চিত্রগ্রহণ থেকে সম্পাদনা অনবদ্য৷ সঙ্গীতের ব্যবহার সেভাবে মন না কাড়লেও, ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে সাহায্য করেছে৷ এবার আসা যাক অভিনয়ের কথায়৷ অপূর্ব মহাব্রত বসু৷ এতে তাঁর যেমন ক্রেডিট রয়েছে, তেমনই সৌকর্যকেও বাহবা দিতে হবে, এমন এক অভিনেতাকে খুঁজে বার করার জন্য৷ কোথায় যেন মনে হয়েছে মহাব্রত ও ঘোতন মিলেমিষে গেছে রিল ও রিয়েলে৷ অনুমেঘা বড্ড মিষ্টি৷ বটব্যাল স্যার হিসেবে অনির্বাণ ভট্টাচার্য খুবই ভাল৷ তবে এটা তাঁর সেরা অভিনয়গুলির মধ্যে হয়ত পড়বে না৷ খুবই চমকপ্রদ অভিনয় করেছেন শুভাশিস গঙ্গোপাধ্যায়৷ বাকি সকলেই অত্যন্ত মানানসই৷
advertisement
কেন এই ছবি দেখবেন? তার বেশ কয়েকটা কারণ আগেই উল্লেখ করেছি৷ তবে যেটা বলার তা হল, বাংলায় কম বাজেটে কল্পবিজ্ঞানের ছবি বানিয়ে বেশ সাহসের পরিচয় দিয়েছেন সৌকর্য৷ এবং সেই সাহস পর্দায় ফুটে উঠেছে৷ এবং যে কল্প বিজ্ঞানের জন্য স্পেস ট্র্যাভেল করাতে হয়, এমন ধারণা রয়েছে, সেটা এখানে একেবারে অন্যরকম ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক৷ গ্রাম বাংলার সঙ্গে বিজ্ঞানের এক অপূর্ব বিশ্বাসযোগ্য মিশেল ঘটিয়েছে এই ছবি৷ যা বেশ গ্রহণযোগ্য হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pokkhirajer Dim Film Review: কল্প বিজ্ঞানের সঙ্গে মিশে গেছে গ্রাম বাংলার মেঠো স্বাদ! সৌকর্যের তৈরি পক্ষীরাজের ডিম মন ভাল করবে সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement