Piya Chakraborty Parambrata Chatterjee: দুই সন্তান ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছেন? অবশেষে মুখ খুললেন অনুপমের প্রাক্তন স্ত্রী, তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Piya Chakraborty Parambrata Chatterjee: পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং বিখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। কিছুদিন আগেই পরমব্রতর সঙ্গে বিয়ে করেছেন পিয়া।
কলকাতা: পিয়া চক্রবর্তী। পেশায় সমাজসেবী-গায়িকা। তাঁর আরও একটি জনপ্রিয় পরিচয়, তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং বিখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। কিছুদিন আগেই পরমব্রতর সঙ্গে বিয়ে করেছেন পিয়া। আর বিয়ের পর থেকেই নানা ইস্যু নিয়ে সমালোচনার শিকার পিয়া।
এবার ফের তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে সন্তান হওয়ার। যে ব্যাপারটি নিয়ে পিয়া ভীষণই ক্ষিপ্ত, এবং সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্টও করেছেন তিনি। অনুপমকে ডিভোর্স দিয়ে পরমব্রতকে বিয়ে করার কারণে পিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘খিল্লি’ থেকে ‘খিস্তি’ সবই চলছে। এবার পিয়ার সন্তান রয়েছে বলেও তাঁকে আক্রমণ করতে ছাড়েনি সমালোচকেরা।
advertisement
আরও পড়ুন: লাল টুকটুকে এই কন্দই আপনার হৃদয়কে সুস্থ রাখতে পারে, সবজিটির গুণ জানলে রোজ খাবেন!
রটানো হচ্ছে, পিয়ার নাকি দু’টি সন্তানও আছে এবং সেই সন্তানদের ছেড়েই তিনি নাকি পরমকে বিয়ে করেছেন পিয়া। সন্তানের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা শুরু হয়েছে দেখে প্রথমে বিষয়টিকে হজম করার চেষ্টা করেছিলেন পিয়া। কিন্তু পারেননি। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার পিয়া লিখেছেন, ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরির দ্বারা মুর্গি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।’
advertisement
বোঝাই যাচ্ছে সন্তানের মতো একটি বিষয় নিয়ে এ ধরনের রটনায় খুবই বিরক্ত তিনি। গত ২৭ নভেম্বর সকলকে অবাক করে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একদম ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রতর প্রিয়জনেরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 1:31 PM IST