মেসির সঙ্গে এক ফ্রেমে শ্রদ্ধার প্রাক্তন প্রেমিক! ছবি দেখে উত্তেজিত রণবীর-আলিয়ারা

Last Updated:

বলিতারকাদের উত্তেজনা, ভক্তি দেখতে পাওয়া যায় বিশ্বজয়ী, বিশ্বতারকা মেসির জন্য। রোহনের সঙ্গে ছবি দেখে অনেকেই কেবল খুশি, অনেকেরই হয়তো তার সঙ্গে আক্ষেপও করছেন এই ভেবে, রোহনের স্বপ্নপূরণ হল, তাঁদের হল না।

#মুম্বই: গত বছর থেকেই একাধিক বার শিরোনাম দখল করেছেন বলিপাড়ার নামজাদা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠা। বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁদের প্রেম করছিল বলে শোনা গিয়েছিল। দু'জনকে নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু তাঁরা যদিও কেউ কোনও দিনও সে বিষয়ে মুখ খোলেননি। একদিন এও কানাঘুষো শোনা যায় যে তাঁদের সম্পর্কটা আর আগের মতো নেই। প্রেম ভেঙেছে অভিনেত্রী-চিত্রগ্রাহকের।
ফিফা বিশ্বকাপ ২০২২-এর পাঁচদিন আচমকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা গেল চমকপ্রদ এক ছবি৷ লিওনেল মেসির সঙ্গে রোহনের সেল্ফি!
advertisement
advertisement
তারকারা যখন অন্য তারকাদের দেখে উত্তেজিত হন, তখন কেমন দেখতে লাগে? তার স্পষ্ট চিত্র রোহনের ইনস্টাগ্রাম প্রোফাইলে। বলিতারকাদের উত্তেজনা, ভক্তি দেখতে পাওয়া যায় বিশ্বজয়ী, বিশ্বতারকা মেসির জন্য। রোহনের সঙ্গে ছবি দেখে অনেকেই কেবল খুশি, অনেকেরই হয়তো তার সঙ্গে আক্ষেপও করছেন এই ভেবে, রোহনের স্বপ্নপূরণ হল, তাঁদের হল না।
রণবীর সিং, আলিয়া ভাট, প্রতীক বব্বর, ঈশান খট্টর, নভ্যা নভেলি নন্দা, ভূমি পেডনেকার থেকে শুরু করে এই তালিকা শেষ হওয়ার নয়।
advertisement
advertisement
রোহন ছবিগুলির সঙ্গে দীর্ঘ লেখা লিখেছেন। যেখান থেকে জানা যাচ্ছে, অর্ধেক বিশ্ববাসীর মতো তিনিও এলএম১০-অন্তপ্রাণ। তাঁর স্বপ্ন ছিল, জীবনে একবার অন্তত আর্জেন্টিনার এই ফুটবল তারকার ছবি তুলতে পারবেন। আর তা সত্যিও হয়ে গেল।
advertisement
'বাইজু' সংস্থার তরফে তাঁর কাছে ফোন আসে একদিন। প্রস্তাবটা শোনার পর তিনি বিশ্বাসও করতে পারেননি৷ ছবি তুলতে যাওয়ার আগে তিনি কোটি কোটি পন্থায় নিজেকে শান্ত করেছিলেন। যেন মেসির সামনে গিয়ে উত্তেজিত হয়ে না যান। যেন তিনি পেশাদারের মতোই ব্যবহার করেন। কিন্তু মেসি কোনওভাবে জেনে গিয়েছিলেন, রোহন তাঁর ভক্ত, তাই কাজ শেষ করেই চিত্রগ্রাহককে জড়িয়ে ধরেন এবং ছবিও তোলেন।
advertisement
এই ঘটনা ঘটে বিশ্বকাপের আগেই। কিন্তু রোহন অপেক্ষা করছিলেন। তিনি চেয়েছিলেন, মেসি বিশ্বকাপ জেতার পরেই তিনি সেই সব ছবি প্রকাশ্যে আনবেন। এবং তাই ঘটল। মেসিও জিতলেন, রোহনও ছবি পোস্ট করলেন। সঙ্গে দিলেন দু'টি রিল ভিডিও। যেখানে মেসির সঙ্গে কাটানো সময়গুলো আরও স্পষ্ট হল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেসির সঙ্গে এক ফ্রেমে শ্রদ্ধার প্রাক্তন প্রেমিক! ছবি দেখে উত্তেজিত রণবীর-আলিয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement