Magician PC Sorcar Junior: ৩ মেয়ের জন্য সুপাত্র খুঁজছেন পি সি সরকার, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কী লিখলেন জাদুকর?

Last Updated:

Magician PC Sorcar Junior: তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়ার। তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

জাদুকর পিসি সরকার জুনিয়ারের পরিবার
জাদুকর পিসি সরকার জুনিয়ারের পরিবার
কলকাতাঃ তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়ার। তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনে লেখা আছে, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন‍্যাদের জন‍্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চায়।’
আরও পড়ুনঃ অভিনয় নয়, ঠোঁটঠাসা চুম্বন দিয়েছে পরিচিতি! বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী, আপনি যাকে ভাবছেন তিনি নন, নাম শুনলে চমকাবেন!
পিসি সরকার জুনিয়ারের বড় মেয়ে মানেকা সরকার তাঁর বাবার সঙ্গে ম‍্যাজিক দেখানো শুরু করে। তবে, পরবর্তীকালে নিজে একাই বিভিন্ন জায়গায় শো করে। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী দুজনেই অভিনয় জগতের খুবই পরিচিত মুখ। ২০১৩ সালে বিয়ে হয় মানেকা সরকারের। কিন্তু পরবর্তীতে তাঁদের ডিভোর্স হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ৯৯৯, ১৫৯৯, ২০৯৯…সব জিনিসের দামের শেষে ৯৯ কেন থাকে জানেন? কারণ শুনলে কিছুক্ষণ অবাক হয়ে থাকবেন
মৌবনী সরকার বলেন, ‘বাবা-মায়ের সিদ্ধান্তে আমাদের সম্পূর্ণ মত আছে। আমরা মনে করি বাবা-মা যা করবে সেটা আমাদের জন‍্য বেস্ট হবে।’ পিসি সরকার জুনিয়ারের সঙ্গে কথা বলা হলে, তিনি জানান, ‘সম্পূর্ণ সঠিক বিজ্ঞাপন। একজন তিন কন্যার বাবা হিসেবে আমি সমাজের কাছে পাত্র চাইছি। আপনারা ভুলে যাবেন না আমিও রক্তমাংসের মানুষ। আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে। আমিও চাই নাতি-নাতনির মুখ দেখতে। কোনরকম প্রচার চাই না, সু-পাত্রের হাতে মেয়েদের তুলে দিতে চাই।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Magician PC Sorcar Junior: ৩ মেয়ের জন্য সুপাত্র খুঁজছেন পি সি সরকার, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কী লিখলেন জাদুকর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement