Shilpa Rao interview: বিশুদ্ধ বাতাস বা ঘুম কেউ বয়কট করে না, ভাল শিল্পের ক্ষেত্রেও একই ফর্মুলা: শিল্পা

Last Updated:

Shilpa Rao interview: ‘বেশরম রং’ নিয়ে এখনও উত্তেজনা তুঙ্গে। সেই গানকে এক সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। গানের দৃশ্যায়ন থেকে কিছু অংশ বাদ দিতে হয়েছে। কিন্তু এখন এই সাফল্যের পর কেমন লাগছে শিল্পার?

শিল্পা রাও
শিল্পা রাও
মুম্বই: ‘খুদা জানে’ হোক বা ‘মুরি মুরি’, বলিউডের সঙ্গীত জগৎ কাঁপাচ্ছেন শিল্পা রাও। গত কয়েক মাস ধরে ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানের জন্য গত কয়েক মাস ধরে একটানা শিরোনাম দখল করেছেন তিনি। বিতর্ক হোক, বা ভাললাগা, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের এই গানে শিল্পার কণ্ঠে মুগ্ধ হয়েছেন সকলেই। সম্প্রতি বাংলার একটি রিয়্যালিটি শো-এ অনুষ্ঠান করতে কলকাতায় হাজির হন শিল্পা। নিউজ18 বাংলা ডট কমের মুখোমুখি আড্ডায় অকপট বলিউড গায়িকা।
মুম্বইয়ে এখন তাঁর কণ্ঠ রাজত্ব করছে বটে। কিন্তু কলকাতার অদূরে ছোট শহর জামশেদপুরেই বড় হয়েছেন। তাই বাংলা বুঝতে অসুবিধা হয় না। যদিও বাংলায় কথা বলায় ততটা স্বচ্ছন্দ নন গায়িকা।
advertisement
হাজার কোটির ব্যবসার দিকে দুর্বার গতিতে ছুটছে সিদ্ধার্থ আনন্দের ছবি। সেই সঙ্গে ‘বেশরম রং’ নিয়ে এখনও উত্তেজনা তুঙ্গে। সেই গানকে এক সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। গানের দৃশ্যায়ন থেকে কিছু অংশ বাদ দিতে হয়েছে। কিন্তু এখন এই সাফল্যের পর কেমন লাগছে শিল্পার?
advertisement
গায়িকার কথায়, ‘‘যখন কোনও একটা গান তৈরি হচ্ছে, সেটা অবশ্যই জনতার জন্যেই। কত কোটি ব্যবসা হল, বা কী কী পুরস্কার ঝুলিতে এল, সেটা আর মাথায় থাকে। শ্রোতারা গানটাকে ভালবাসছেন কিনা, সেটার দিকেই থাকে পাখির চোখ। মানুষ যদি আমাদের শিল্পকে ভালবাসেন, তাহলেই তো আনন্দ। এই জন্যই তো কাজ করা।’’
advertisement
‘পাঠান’ ছবি বা ‘বেশরম রং’ গান বয়কট করার রব উঠেছিল ছবি মুক্তির আগে। সেই প্রসঙ্গে শিল্পার বক্তব্য, ‘‘মানুষ ঘুমকে কোনওদিন বয়কট করতে পারবে না। বিশুদ্ধ বাতাস বা বিশুদ্ধ জল বয়কট করতে পারবে না। ভাল খাবারকেও না এবং ভাল শিল্পকেও না। আনন্দে জীবন কাটাতে গেলে এই কয়েকটা জিনিস তো চাই-ই। দিনের শেষে উন্নতমানের শিল্প সবসময়েই তোমাকে খুঁজে নেবে।’’
advertisement
গায়িকা প্রচারবিমুখ। কিন্তু জীবনবিমুখ নন, জনতাবিমুখ নন। সে কথা আড্ডাতেই স্পষ্ট হল। তাঁর কাছে, তাঁর শিল্প এবং তার শ্রোতারা যথেষ্ট গুরুত্ব পায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Rao interview: বিশুদ্ধ বাতাস বা ঘুম কেউ বয়কট করে না, ভাল শিল্পের ক্ষেত্রেও একই ফর্মুলা: শিল্পা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement