Pathaan Press Conference: ‘আমি আর থাকতে পারছি না’ জনকে চুমু শাহরুখের, কী কাণ্ড, দেখুন ভিডিওতে

Last Updated:

Pathaan Press Conference: সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়লেন সকলে৷ এক চিলতে হেসে নিজের আসনে ফিরে এলেন শাহরুখ খান৷

পাঠান সাংবাদিক বৈঠকে জন এব্রাহাম ও শাহরুখ খান
পাঠান সাংবাদিক বৈঠকে জন এব্রাহাম ও শাহরুখ খান
নয়াদিল্লি: পাঠান নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান৷ আর সাংবাদিক বৈঠকে সেই উচ্ছ্বাসই বারবার প্রকাশিত হয়ে এল৷ কখনও তাঁকে চুমু খেলের দীপিকা পাড়ুকোন, কখনও তিনি চুমু খেলেন জন এব্রাহামকে৷ সব মিলিয়ে পাঠানের গগনচুম্বি সাফল্যে যেন ঝকঝক করে উঠলেন বলিউডের বাদশাও৷
সাংবাদিক বৈঠকে মধ্যমণি ছিলেন দীপিকা পাড়ুকোন৷ দীপিকার একদিকে বসেছিলেন শাহরুখ খান, অন্যদিকে বসেছিলেন জন এব্রাহাম৷ যে সময়ে এই ঘটনাটি ঘটল, সেই সময়ে জন কিছু একটা বিষয়ে কথা বলছিলেন৷ হঠাৎই নিজের আসন ছেড়ে উঠে এলেন শাহরুখ৷ সটান চলে গেলেন জনের কাছে৷ সেখানে জনের কথার মধ্যেই তিনি বলে উঠলেন, ‘আমি আর থাকতে পারছি না৷’ বলে জনকে একটি চুমু খেয়ে বসলেন৷
advertisement
advertisement
advertisement
সঙ্গে হাততালিতে ফেটে পড়লেন সকলে৷ এক চিলতে হেসে নিজের আসনে ফিরে এলন শাহরুখ খান৷ বসলেন৷ কিন্তু ততক্ষণে ছবি শিকারী ও সাংবাদিকদের মধ্যে থেকে রব উঠেছে, ‘ওয়ানস মোর’৷ শাহরুখ হেসে সেই দাবি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ক্রমে সমবেত কণ্ঠের জোর বাড়ায় তিনি ফের এক যুক্তি দিলেন৷
advertisement
বললেন, প্রকাশ্যে আর অতিরিক্ত ভালবাসা প্রকাশ করা তাঁর বা জনের, কারওর পক্ষেই খুব একটা স্বস্তির হবে না, তাই যা হয়েছে, ওই একবারই৷’
সব মিলিয়ে শাহরুখকে দেখা গিয়েছে আনন্দে৷ পাঠান একের পর এক রেকর্ড ভেঙে৷ মুক্তির পর রেকর্ড উপার্জন করেছে প্রথম দিনের টিকিট বিক্রির হিসাবে৷ তারপর ক্রমে পাঠানের বিজয়রথ এগিয়েই চলেছে৷ সেই কারণেই এদিন সাংবাদিক বৈঠক থেকে সংবাদমাধ্যমকে ও দেশের দর্শক জনতাকেও ধন্যবাদ জানান শাহরুখ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Press Conference: ‘আমি আর থাকতে পারছি না’ জনকে চুমু শাহরুখের, কী কাণ্ড, দেখুন ভিডিওতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement