Pathaan Collection: বক্স অফিসে আগুন ! দ্বিতীয় দিনেই ইতিহাস করে ফেলল শাহরুখের সিনেমা
- Published by:Debalina Datta
Last Updated:
pathaan box office collection day 2: মাল্টিপ্লেক্স চেন- পিভিআর, আইনক্স, সিনেপোলিস ৩১.৬০ কোটি টাকার কালেকশন হয়েছে৷ বাকি সিনেমা হলে পাঠান এর থেকে বেশি কালেকশন দিয়েছে৷
#মুম্বই: Pathaan Box Office Collection Day 2: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’-এর দ্বিতীয় দিনেও বক্স অফিসে ধামাল জারি৷ পাঠান ভারতে ওপেনিং ডে-তে ৫৫ কোটি টাকার কালেকশন করেছে৷ ওভারসিজ কালেকশনের কথা বললে শাহরুখ খানের সিনেমা ১০৬ কোটি টাকা রোজগার করে ফেলেছে৷ দ্বিতীয় দিন ছিল ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় ফের বক্স অফিসে বাজিমাত পাঠানের৷ এদিন ভারতে এই সিনেমা ৭০ কোটি টাকার ব্যবসা করল৷ এই হিসেব জুড়লে দুদিন মিলিয়ে এই ধামাল সিনেমা ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল৷ এদিকে সিনেমার তামিল ও তেলেগু ভার্সন যথাক্রমে ৪.৫০ কোটি এবং ৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷
বক্স অফিস ইন্ডিয়ার মতে পাঠানের হিন্দি ভার্সন দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ দ্বিতীয় দিনে এত বিশাল টাকার রোজগার করা এটা ভারতের বাজারে প্রথম সিনেমা৷ অর্থাৎ দ্বিতীয় দিনেই ইতিহাস তৈরি করে ফেলল শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা৷ শুধু এটাই নয় কেরল থেকে এই ফিল্মের রিভিউ খুবই ভাল৷ ফিল্ম সেখান থেকে ১.২২ কোটি টাকার কালেকশন করেছে৷ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের এই ফিল্ম ভাল রেসপন্স পাওয়া যাচ্ছে৷
advertisement
আরও পড়ুন - মা কোলে নিয়ে ঘুরছেন এখান থেকে ওখান, ব্রেন টিউমারের যন্ত্রণায় কাতর শিশু কন্যা, নিউজ ১৮ বাংলার বড় ভূমিকা
advertisement
আরও দেখুন -
বলিউড হাঙ্গামা রিপোর্ট অনুযায়ি শুধু ন্যাশানাল মাল্টিপ্লেক্স চেন- পিভিআর, আইনক্স, সিনেপোলিস ৩১.৬০ কোটি টাকার কালেকশন হয়েছে৷ বাকি সিনেমা হলে পাঠান এর থেকে বেশি কালেকশন দিয়েছে৷ পাঠান যেভাবে ব্যবসা শুরু করেছেন তাতে ২০০ কোটি টাকা রোজগার করে ফেলবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 10:39 AM IST