এরিকার সঙ্গে সব ঠিক আছে তো? অবশেষে মুখ খুললেন পার্থ সামথান

Last Updated:

সবার মুখেই কেবল এক কথা- আসল জীবনের কসৌটিতে একে অপরের পাশে নেই এরিকা আর পার্থ!

এরিকার সঙ্গে সব ঠিক আছে তো? অবশেষে মুখ খুললেন পার্থ সামথান!
এরিকার সঙ্গে সব ঠিক আছে তো? অবশেষে মুখ খুললেন পার্থ সামথান!
#মুম্বই: আবার যখন নতুন করে ছোটপর্দায় একতা কাপুরের (Ekta Kapoor) কসৌটি জিন্দগি কে (Kasautii Zindagii Kay) শুরু হল, তখন অনেকেই নাক কুঁচকেছিলেন! কিন্তু যত দিন যেতে লাগল, দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন নতুন অনুরাগ বসু আর প্রেরণা শর্মা। সবাই মেনে নিতে বাধ্য হলেন যে এই দুই ভূমিকার অভিনেতা পার্থ সামথান (Parth Samthaan) আর এরিকা ফার্নান্ডেজ (Erica Fernandes) কারও চেয়ে কম যান না! আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছিল জোর গুজব- পরস্পরকে না কি মন দিয়েছেন এরিকা আর পার্থ!
এই গুজবের সূত্র ধরেই আরেকটা যে গুজব ওঠে, তা হল সম্পর্কের ভাঙন! গত বছরের শেষের দিকে যখন ধারাবাহিক বন্ধ হয়ে গেল, অনেকেই বলেছিলেন যে এরিকা আর পার্থের মধ্যে একটা মনোমালিন্য শুরু হয়েছে। তা এতটাই প্রবল যে পেশাগত সম্পর্ক বজায় রাখাও না কি আর সম্ভব হচ্ছে না, যে কারণে ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হলেন নির্মাতারা। তার পর যখন চলতি বছরের মার্চ মাসে পার্থের জন্মদিনে এরিকাকে উপস্থিত থাকতে দেখা গেল না, সেটা যেন হাতের কাছে একটা প্রমাণের মতো হয়ে উঠল! তার পর থেকে সবার মুখেই কেবল এক কথা- আসল জীবনের কসৌটিতে একে অপরের পাশে নেই এরিকা আর পার্থ!
advertisement
এত দিনে এসে সেই সব নিয়ে এবার মুখ খুললেন পার্থ! জানালেন যে তাঁর আর এরিকার সম্পর্ক একেবারেই ঠিক আছে, সেখানে কোনও রকমের জটিলতা দেখা দেয়নি। ধারাবাহিক বন্ধ করে দেওয়াটা কিছুটা নির্মাতাদের ইচ্ছা আর বাকিটা তাঁর পেশাগত সিদ্ধান্ত। কেন না, এবার বড় পর্দায় অবিনয়ের জন্য ডাক এসেছে, তাই ছোটপর্দা থেকে পাততাড়ি গুটিয়ে নিয়েছেন অভিনেতা। তা-ই যদি হবে, তাহলে তাঁর জন্মদিনে এরিকার হাজির না থাকার ব্যাপারটা কী ভাবে ব্যাখ্যা করা যায়?
advertisement
advertisement
এর উত্তরও দিয়েছেন পার্থ। তিনি বলছেন যে ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সবার সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো, তবে তা এতটাও ভালো নয় যে সব সময় সবাইকে একে অপরের আনন্দে যোগ দিতে দেখা যাবে! এই প্রসঙ্গে মেন্টর একতার নাম নিয়েছেন পার্থ। বলেছেন যে একতা না কি তাঁকে এই বিষয়ে সতর্ক করেছিলেন, বলেছিলেন খ্যাতির বিড়ম্বনা এই, সব সময়েই লোকে তাঁকে নিয়ে গুজব রটাবে!
advertisement
Keywords: Parth Samthaan, Erica Fernandes, Ekta Kapoor, Kasautii Zindagii Kay, Bollywood
Original Story Link: https://www.news18.com/news/movies/parth-samthaan-refutes-rumours-surrounding-differences-with-erica-fernandes-3689219.html
Written By: Anirban Chaudhury
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এরিকার সঙ্গে সব ঠিক আছে তো? অবশেষে মুখ খুললেন পার্থ সামথান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement