Parineeti Chopra Weight Loss: ওজন বাড়ল ১৫ কিলো! রাঘবের সঙ্গে বিয়ের পর জিম থেকে ছবি পরিণীতির, ফাঁস হল ওজন বাড়ার কারণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Parineeti Chopra Weight Loss: পরিণীতিকে এই রিলে তাঁর বিয়ের ঠিক পরে স্টুডিওতে গান গাইতে দেখা যাবে। সিঁথিতে সিন্দুর পরা। ‘চমকিলা’ মুক্তি পেতে চলেছে ওটিটি-তে।
মুম্বই: গত সেপ্টেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন পরিণীতি চোপড়া। এখন তিনি নববধূ। রাজনীতিক রাঘব চড্ডার সঙ্গে দাম্পত্য শুরু করার পর ধীরে ধীরে কাজে ফিরছেন বলি তারকা। বিয়ের আগেই ইমতিয়াজ আলির ছবি ‘চমকিলা’র শ্যুটিং সেরেছিলেন। তারঁ বিপরীতে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্ঝকে।
ছবিটি পঞ্জাবি গায়ক অমর সিং চমকিলা এবং তার স্ত্রী অমরজোত চামকিলার জীবনীচিত্র। দিলজিৎ যেখানে অমর সিংয়ের চরিত্রে এবং পরিণীতিকে অমরজোতের চরিত্রে অভিনয় করেছেন। ১৯৮৮ সালের ৮ মার্চ সেই দম্পতিকে তাঁদের ব্যান্ডের দুই সদস্য-সহ হত্যা করা হয়। এখনও সেই হত্যাকাণ্ড অমীমাংসিত রয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
বিয়ের পর পরিণীতি ধীরে ধীরে তাঁর ফিটনেস চর্চায় ফিরছেন। তাঁর ওয়ার্কআউটের একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। এবং সেখানে লিখেছেন, ‘আমি গত বছর এআর রহমান স্যারের স্টুডিওতে গান গেয়ে ৬ মাস কাটিয়েছি। এবং ‘চমকিলা’র জন্য ১৫ কিলো বাড়াতে যা যা জাঙ্ক ফু়ড খাওয়া সম্ভব খেতে থেকেছি বাড়ি ফিরে। গান এবং খাবার, এটাই ছিল আমার রুটিন। এখন সেই ছবির কাজ শেষ হতেই গল্পটা উল্টে গিয়েছে। আমি স্টুডিও মিস করি। এবং জিমে করে নিজেকে নিজের মতো দেখতে চাই। অমরজোত জি-র মতো না। কাজটা কঠিন ছিল। কিন্তু ইমতিয়াজ স্যারের জন্য সব কিছু করতে পারি এবং এই চরিত্রের জন্যেও।
advertisement
পরিণীতিকে এই রিলে তাঁর বিয়ের ঠিক পরে স্টুডিওতে গান গাইতে দেখা যাবে। সিঁথিতে সিন্দুর পরা। ‘চমকিলা’ মুক্তি পেতে চলেছে ওটিটি-তে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 8:05 PM IST