মুম্বই : আপ রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জন এখন বি টাউনে বহচর্চিত। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ে এখন সময়ের অপেক্ষামাত্র। সংবামদমাধ্যমে প্রকাশ, তাঁদের প্রেমপর্বের সূত্রপাত পঞ্জাবে। সেখানে তখন ছবির শ্যুটিং করছিলেন পরিণীতি। গত ছ’ মাস ধরে তাঁদের বিয়ের সম্ভাব্য দিন নিয়ে চর্চা জোরদার হয়েছে। জোর গুঞ্জন, ১০ এপ্রিল, সোমবার নির্ধারিত হয়েছে রাঘব ও পরিণীতির রোকার দিন।
কিছু দিন ধরেই এই জুটিকে মুম্বইয়ের নানা রেস্তরাঁয় একসঙ্গে দেখা যেতেই শুরু হয় গুঞ্জন। প্রসঙ্গত রাঘব ও পরিণীতি অনেক দিন ধরেই বন্ধু। তাঁদের পরিবারও একে অপরের পরিচিত। তবে রাঘব ও পরিণীতির তরফে এই গুঞ্জনে এখনও কোনও শিলমোহর পড়েনি।
আরও পড়ুন : বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার
রবিবার পরিণীতি গিয়েছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। শোনা যাচ্ছে রোকার দিন খুব শিগগিরই পাকা করতে চলেছে দুই পরিবার। অনুরাগীদের ধারণা, বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করতেই গিয়েছিলেন তিনি। এর আগে পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়ঙ্কা তাঁর রোকার ছবি পোস্ট করেই প্রকাশ্যে এনেছিলেন নিকের সঙ্গে তাঁর সম্পর্ক। শিশুকন্যাকে নিয়ে প্রিয়ঙ্কা ও নিক এখন ঘোর সংসারী। অনুরাগীদের গুঞ্জন, দিদির পথেই পা রাখতে পারেন বোন পরিণীতি।
বিয়ের গুঞ্জনের মধ্যেই পরিণীতি লন্ডনে ছুটি কাটালেন দিদি প্রিয়ঙ্কার সঙ্গে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Parineeti Chopra, Raghav Chadda