প্রথম সন্তানের জন্ম দিলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডার জীবনে উজ্জ্বল অধ্যায়! পুত্র না কন্যা কে এল কোলে?
- Published by:Tias Banerjee
Last Updated:
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও স্বামী রাঘব চাড্ডার জীবনে নতুন অধ্যায়। দিল্লির হাসপাতালে জন্ম নিল তাঁদের প্রথম সন্তান। মা ও শিশু দুজনেই সুস্থ। শুভেচ্ছার বন্যা বলিউডে।
দিল্লির এক বেসরকারি হাসপাতালে শনিবার রাতে অভিনেত্রী পরিণীতি চোপড়া সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক— দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রসবের পর রাঘব চাড্ডা সারারাত স্ত্রীর পাশে ছিলেন। এই সুখবর ছড়িয়ে পড়তেই বলিউড ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। পরিণীতির সহ-অভিনেতা থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা— সকলে অভিনন্দন জানাচ্ছেন নতুন মা-বাবাকে।
পরিণীতি ও রাঘব তাঁদের প্রথম সন্তানের আগমনের খবর নিয়ে ভক্তদের মধ্যে আগে থেকেই আগ্রহ ছিল। অভিনেত্রীকে কয়েকদিন আগেই দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই, চিকিৎসকদের তত্ত্বাবধানে, শনিবার রাতে তিনি সন্তানের জন্ম দেন।
advertisement
advertisement
পরিণীতির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে— রাঘবের পরিবার এবং চোপড়া পরিবারের সদস্যরা ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছেন নবজাতককে দেখতে। নবীন দম্পতির জীবনে এটি তাঁদের সবচেয়ে মূল্যবান অধ্যায়।

২০২৫ সালের ২৫ আগস্ট, পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় তাঁদের গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন একটি কেকের ছবি— যেখানে লেখা ছিল “1 + 1 = 3”, পাশে ছিল ছোট্ট পায়ের ছাপ— তাঁদের পরিবারের নতুন সদস্যের আগমনের মিষ্টি বার্তা।
advertisement
পরবর্তীতে তাঁরা শেয়ার করেছিলেন একটি ভিডিও, যেখানে গর্ভবতী পরিণীতি পার্কে হাঁটছেন স্বামী রাঘবের হাত ধরে। সেই পোস্টেই বলিউড তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন কমেন্ট সেকশন।
‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে রাঘব মজার ছলে বলেছিলেন—“দেঙ্গে… আপনকো দেঙ্গে… গুড নিউজ জলদি দেঙ্গে!” তাঁর সেই কথাই আজ বাস্তবে রূপ নিল। দম্পতির এই নতুন যাত্রায় আনন্দে মেতেছেন তাঁদের অনুরাগীরাও।
advertisement
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রেমের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। ১৩ মে ২০২৩-এ নয়াদিল্লিতে তাঁদের এনগেজমেন্ট হয়, যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও রাজনৈতিক মহলের মুখ, যেমন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান।
এরপর ২৪ সেপ্টেম্বর ২০২৩, রাজকীয় আয়োজনের মধ্যে তাঁদের বিয়ে সম্পন্ন হয় উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’-এ। এখন, দুই বছর পর সেই প্রেমের গল্পে যুক্ত হলো নতুন অধ্যায়— পিতৃত্ব ও মাতৃত্বের আনন্দ।
অভিনয়ের ক্ষেত্রে পরিণীতিকে সর্বশেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির পরিচালনায় ‘আমর সিং চমকিলা’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। এখন আপাতত সবকিছু ছাপিয়ে গেছে মাতৃত্বের খুশি। বলিউড থেকে রাজনীতি— সর্বত্রই এখন একটাই আলোচ্য বিষয়:
advertisement
“পরিণীতি মা হয়েছেন!”
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভূমি পেডনেকর, রাকুল প্রীত সিংহ, হুমা কুরেশি, কিয়ারা আদভানি, দিলজিৎ দোসাঞ্জসহ আরও অনেকে। দর্শকদের কাছেও এই খবর যেন এক আনন্দের পরশ— কারণ তাঁদের প্রিয় পরিণীতি এখন জীবনের সবচেয়ে সুন্দর ভূমিকায়, ‘মা’-র চরিত্রে। কোলে এখন ফুটফুটে পুত্রসন্তান!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
October 19, 2025 4:52 PM IST