Parineeti Chopra: সিঁথিতে রাঙানো সিঁদুর, শাড়ির সাজে কী দেখাচ্ছে পরিণীতিকে! শো-স্টপার 'নতুন বউ''

Last Updated:

Parineeti Chopra: আইভরি রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং কেপ, সিঁথি ভর্তি সিঁদুর ও চূড়া পরে একেবারে নতুন বউয়ের রূপেই ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া।

পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া
মুম্বই: সদ্য বিবাহিত অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে করেছেন নায়িকা। তবে বিয়ের পর বেশিদিনের ব্রেক নয়, কাজে ফিরে গিয়েছেন পরিণীতি। সম্প্রতি মুম্বইতে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন নায়িকা। তবে সেখানকার সাজেও ধরে রেখেছেন নতুন বউয়ের ছাপ। আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আইভরি রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং কেপ, সিঁথি ভর্তি সিঁদুর ও চূড়া পরে একেবারে নতুন বউয়ের রূপেই ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া। সঙ্গে ছিল হিরের তৈরি মাল্টিলেয়ার গয়নার সাজ। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানে এলাহি বিয়ের অনুষ্ঠান বসেছিল পরিণীতি ও রাঘবের।
advertisement
advertisement
আরও পড়ুন: সিনেমাহলে ‘দ্য নান টু’ দেখে বেরিয়ে এসে পুলিশকে কামড় তরুণীর! শোরগোল শপিং মলে
আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। বিয়েতেও বেশিরভাগ লুকে হাল্কা রঙের পোশাকেই দেখা গিয়েছিল পরিণীতিকে। মানানসই পোশাক পরেছিলেন রাঘব চাড্ডাও।
advertisement
জানা গিয়েছে, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হয় ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra: সিঁথিতে রাঙানো সিঁদুর, শাড়ির সাজে কী দেখাচ্ছে পরিণীতিকে! শো-স্টপার 'নতুন বউ''
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement