Parambrata Chatterjee: ফেডারেশনের সঙ্গে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেন পরমব্রত! বললেন, ‘আলোচনার মাধ্যমেই মীমাংসা চাই’
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Parambrata Chatterjee: রবিবার চলচ্চিত্র উৎসবে এসে বোমা ফাটালেন পরমব্রত চট্টোপাধ্যায়। বললেন তিনি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর আইনি সংঘাতে যাবেন না। চলচ্চিত্রের স্বার্থে যা ভুল বোঝাবুঝি তা ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার পথ খুঁজবেন।
কলকাতাঃ রবিবার চলচ্চিত্র উৎসবে এসে বোমা ফাটালেন পরমব্রত চট্টোপাধ্যায়। বললেন তিনি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর আইনি সংঘাতে যাবেন না। চলচ্চিত্রের স্বার্থে যা ভুল বোঝাবুঝি তা ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার পথ খুঁজবেন।
ফেডারেশনের বিরুদ্ধে যে ১৩ জন পরিচালক হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে বার বার সরব হয়েছিলেন পরমব্রত। অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে তাঁকে কোর্টে শুনানির সময়ও দেখা গিয়েছিল। এখন পরমব্রত বলছেন তিনি আর মামলা মোকদ্দমায় থাকবেন না। আলোচনার মধ্যে দিয়ে সুরাহার পথ খুঁজে নেবেন।
advertisement
advertisement
অন্যদিকে, এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায় সঞ্চালনা করেছিলেন। শোনা যাচ্ছিল তাঁর উপস্থিতি ভাল চোখে দেখেনি ফেডারেশন। তাই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু পরমব্রত জানালেন এই বিষয়টি তাঁর কানে এসেছে। কিন্তু তাঁর জন্য ফেডারেশন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন না সে বিষয়ে তাঁর কোন ধারণা নেই। তিনি বলেন, ‘এমনটা কাম্য নয়।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 8:11 PM IST

