Tollywood News: পর্দায় অঞ্জন-অপর্ণার রসায়ন! নতুন বছরে মুক্তি পাচ্ছে পরমব্রতর 'এই রাত তোমার আমার'

Last Updated:

Tollywood News: পরমব্রতর তৈরি অনস্ক্রিন জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের রসায়ন দর্শকের মন জয় করেছে। 'এই রাত তোমার আমার' এক বয়স্ক দম্পতির এক রাতের গল্প তুলে ধরেছে।

News18
News18
কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ২০২৫-এ ৩১ জানুয়ারি মুক্তি পাবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি অসাধারণ সাড়া পেয়েছে। পরমব্রতর তৈরি অনস্ক্রিন জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের রসায়ন দর্শকের মন জয় করেছে। ‘এই রাত তোমার আমার’ এক বয়স্ক দম্পতির এক রাতের গল্প তুলে ধরেছে। অপর্ণা বলেন, “আমার এই ছবিতে আসার একমাত্র কারণ হল অঞ্জন। ওঁর সঙ্গে অভিনয় করাটা আনন্দের। সম্ভবত পরম পরিচালিত এই রাত তোমার আমার-এ আমাদের অন্তরঙ্গ আদান-প্রদানে জায়গা করে দিয়েছে।”
অঞ্জন দত্তের কথায়, “এটি একটি কাকতালীয় ঘটনা যে পরিচালক পরম সফলভাবে রিনাদি এবং আমাকে ওঁর ছবিতে সহ-অভিনেতা হিসাবে একত্রিত করেছেন।”
advertisement
পরমব্রত বলেন, “এই ছবির ভাবনা আমার মনের খুব কাছের। অল্প বয়সে আমার বাবা-মাকে হারানো, বয়স্কদের সঙ্গে জড়িত বিষয়গুলি এবং কয়েক দশক ধরে টিকে থাকা সম্পর্কের রসায়ন আমাকে সর্ব সময় আগ্রহী করে তোলে। সেটাই ‘এই রাত তোমর আমার’-এ যথাযথভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছি।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood News: পর্দায় অঞ্জন-অপর্ণার রসায়ন! নতুন বছরে মুক্তি পাচ্ছে পরমব্রতর 'এই রাত তোমার আমার'
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement