Tollywood News: পর্দায় অঞ্জন-অপর্ণার রসায়ন! নতুন বছরে মুক্তি পাচ্ছে পরমব্রতর 'এই রাত তোমার আমার'
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tollywood News: পরমব্রতর তৈরি অনস্ক্রিন জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের রসায়ন দর্শকের মন জয় করেছে। 'এই রাত তোমার আমার' এক বয়স্ক দম্পতির এক রাতের গল্প তুলে ধরেছে।
কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ২০২৫-এ ৩১ জানুয়ারি মুক্তি পাবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি অসাধারণ সাড়া পেয়েছে। পরমব্রতর তৈরি অনস্ক্রিন জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের রসায়ন দর্শকের মন জয় করেছে। ‘এই রাত তোমার আমার’ এক বয়স্ক দম্পতির এক রাতের গল্প তুলে ধরেছে। অপর্ণা বলেন, “আমার এই ছবিতে আসার একমাত্র কারণ হল অঞ্জন। ওঁর সঙ্গে অভিনয় করাটা আনন্দের। সম্ভবত পরম পরিচালিত এই রাত তোমার আমার-এ আমাদের অন্তরঙ্গ আদান-প্রদানে জায়গা করে দিয়েছে।”
অঞ্জন দত্তের কথায়, “এটি একটি কাকতালীয় ঘটনা যে পরিচালক পরম সফলভাবে রিনাদি এবং আমাকে ওঁর ছবিতে সহ-অভিনেতা হিসাবে একত্রিত করেছেন।”
advertisement
পরমব্রত বলেন, “এই ছবির ভাবনা আমার মনের খুব কাছের। অল্প বয়সে আমার বাবা-মাকে হারানো, বয়স্কদের সঙ্গে জড়িত বিষয়গুলি এবং কয়েক দশক ধরে টিকে থাকা সম্পর্কের রসায়ন আমাকে সর্ব সময় আগ্রহী করে তোলে। সেটাই ‘এই রাত তোমর আমার’-এ যথাযথভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছি।”
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 3:59 PM IST