Pankaj Tripathi's Father Dies : শ্যুটের মাঝেই খবর এল ‘বাবা নেই’, দিশেহারা পঙ্কজ ত্রিপাঠী ছুটে গেলেন গ্রামের বাড়ি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Pankaj Tripathi's Father Dies : জানা গিয়েছে, উত্তরাখণ্ডে পঙ্কজের শ্যুটিং চলাকালীন এই দুঃসংবাদ আসে। সঙ্গে সঙ্গেই তিনি সব ছেড়ে গ্রামের উদ্দেশে রওনা হন। তিনিই সৎকার করবেন নিজের বাবার।
মুম্বই: চলে গেলেন পঙ্কজ ত্রিপাঠীর বাবা। সোমবার প্রয়াত হলেন পণ্ডিত বেনারাস তিওয়ারি। মৃত্যুকালে ৯৯ বছর বয়স হয়েছিল পঙ্কজ-পিতার। মিডিয়ায় বিবৃতি জারি করে খবরটি নিশ্চিত করে পঙ্কজের টিম। যদিও মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, পঙ্কজ ইতিমধ্যে গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন। সেখানেই প্রয়াত বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
বিবৃতিতে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি প্রয়াত হয়েছেন। ৯৯ বছর ভীষণই সুস্থ জীবনযাপন করেছেন। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে। পঙ্কজ ত্রিপাঠী এই মুহূর্তে গোপালগঞ্জে নিজের গ্রামে দিকে রওনা হয়েছেন।’
advertisement
জানা গিয়েছে, উত্তরাখণ্ডে পঙ্কজের শ্যুটিং চলাকালীন এই দুঃসংবাদ আসে। সঙ্গে সঙ্গেই তিনি সব ছেড়ে গ্রামের উদ্দেশে রওনা হন। তিনিই সৎকার করবেন নিজের বাবার।
advertisement
আরও পড়ুন: এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন
২০১৮ সালে একটি সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, গ্রামে বাবার সঙ্গে মাঠেঘাটে কাজ শিখে বড় হয়েছেন তিনি। পরে পটনা চলে আসার পর অভিনয়ের শখ জাগে তাঁর। এর পরে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে। ২০০৪ সালে স্নাতক পাশ করে স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দেন পঙ্কজ। তার পর প্রবল স্ট্রাগল।
advertisement
এর পরের কাহিনি তো সকলেরই জানা। আজ তিনি দেশের অন্যতম সুদক্ষ অভিনেতাদের মধ্যে একজন। আজ সেই পঙ্কজ নিজের বাবাকে হারালেন। শেষবার চোখের দেখা দেখতে ছুটলেন গ্রামের দিকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 4:11 PM IST