ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু'দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই
- Published by:Aryama Das
Last Updated:
Pankaj Tripathi : পঙ্কজ ত্রিপাঠী ক্যামেরার সামনে এসে জানিয়েছেন কোনটি তাঁর আসল জন্মদিন
#মুম্বই: বলিউড ও ওটিটিতে এখন জনপ্রিয় এক নাম- পঙ্কজ ত্রিপাঠি। তাঁর জন্মদিন নিয়ে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন সম্পর্কে ইন্টারনেটে দেওয়া তথ্যে দুটি তারিখ দেওয়া হয়েছে। এরমধ্যে একটি হল ৫সেপ্টেম্বর। জন্মদিন সংক্রান্ত দ্বিতীয় আরও এক তারিখ পাওয়া গেছে, তা ২৮ সেপ্টেম্বর। এই সমস্যা নিজেই দূর করেছেন অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠী ক্যামেরার সামনে এসে জানিয়েছেন কোনটি তাঁর আসল জন্মদিন। তবে তাঁর আসল জন্মদিন কবে?
धन्यवाद आभार 🙏🏾 pic.twitter.com/44p850ZaDV
— पंकज त्रिपाठी (@TripathiiPankaj) September 5, 2022
advertisement
নকল জন্মদিনের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প:
৫ সেপ্টেম্বর জন্মদিনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, 'ভাই গ্রামের স্কুলে ভর্তি হতে গিয়েছিল। ভর্তির জন্য পৌঁছলে শিক্ষক জিজ্ঞেস করলেন, জন্মদিন কবে? কী লিখবেন? ভাই বললেন– সেপ্টেম্বরের কথা মনে আছে কিন্তু তারিখ মনে নেই। কত তারিখ তা জেনে আসেননি বাড়ি থেকে। শিক্ষক হয়তো বলেছিলেন- ৫ সেপ্টেম্বর একটি ভালো দিন এবং এটি শিক্ষক দিবস, তবে ওটাই থাক। তারপর থেকে ৫ সেপ্টেম্বর আমার জন্মদিন হতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ
পঙ্কজ ত্রিপাঠীকে এই জায়গায় পৌঁছতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে ২৮ সেপ্টেম্বর ১৯৭৬-এ জন্মগ্রহণ করেন। বিহারের এই ছোট্ট গ্রামে জন্ম থেকে বলিউডে এই সাফল্য়ের এই রাস্তা ছিল বেশ কঠিন। পঙ্কজ ত্রিপাঠিকে সেই পথে চলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। জানা যায়, পঙ্কজ ত্রিপাঠি পাটনার বিখ্যাত হোটেল মৌর্য হোটেলে কাজ করতেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 1:51 PM IST