হোম /খবর /বিনোদন /
হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র দিনক্ষণ

হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ

Vikram Vedha: 'বিক্রম বেদা' একই নামের ২০১৭-এর তামিল অ্যাকশন থ্রিলারের একটি হিন্দি রিমেক

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: হৃতিক রোশন এবং সাইফ আলি খান অভিনীত বিক্রম বেদা-এর টিজার গত বুধবার সকালে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই দর্শকের উত্তেজনা হয়ে উঠেছে দ্বিগুণ। ভারতীয় লোককথার উপর ভিত্তি করে তৈরি বিক্রম বেধা। একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার যা একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলে। তিনি একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুঁজে বের করতে প্রস্তুত। টান টান অ্যাকশন সিনেমায় যৌথভাবে দুই সুপারস্টারকে দেখে তাক লেগে গিয়েছে দর্শকের।

রবিবার হৃতিক ঘোষণা করেছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামার ট্রেলারটি ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার

হৃতিকের দুর্দান্ত স্টাইল এবং সইফের আগ্রাসনের উপর ভিত্তি করে পোস্টারটি ছিল। সেখানেই তাড়িখ ঘোষণা করেছেন তিনি। উভয় অভিনেতাকেই বন্দুক নিয়ে অ্যাকশন পোজে দেখানো হয়েছে... যেন এক যুদ্ধক্ষেত্রের মাঝখানে। কিন্তু তাঁদের অভিব্যক্তি এবং শারীরিক ভাষা সম্পূর্ণ বিপরীত দেখা যায় সেইখানে। হৃতিককে আরও গুরুতর দায়িত্বে দেখা যাচ্ছে, শান্তভাবে শত্রুর দিকে গুলি করছেন। সইফ রেগে রয়েছেন, প্রতিশোধপরায়ণ তিনি।

আরও পড়ুন: চলন্ত এসকেলেটরে করণ-তেজস্বীর প্রকাশ্যে চুম্বন চরম ভাইরাল! ইন্টারনেট খুললে এখন একটাই ছবি

প্রসঙ্গত, 'বিক্রম বেদা' একই নামের ২০১৭-এর তামিল অ্যাকশন থ্রিলারের একটি হিন্দি রিমেক। সেটি পুষ্কর-গায়ত্রী পরিচালনা করেছিলেন। সিনেমাটি বক্সে সফল হয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। এতে প্রধান চরিত্রে মাধবন এবং বিজয় সেতুপতি অভিনয় করেছিলেন।

Published by:Aryama Das
First published:

Tags: Bolllywood, Hrithik Roshan, Saif Ali khan