হঠাৎ হার্ট অ্যাটাক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা! কী জানা গেল?
- Published by:Tias Banerjee
Last Updated:
Bollywood Actor: অভিনেতা হৃদরোগে আক্রান্ত, হাসপাতাল থেকেই বার্তা— "প্রতিটি দিনকে গুরুত্ব দাও, জীবন এক উপহার"! অভিনয় জীবনের শুরুতে তিনি ‘রেডি’ (২০১১) ও ‘অগ্নিপথ’ (২০১২)-এর মতো সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেন। পরে 'টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘পাগলৈত’ (২০২১), ‘কাকুড়া’ (২০২৪)-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে।
‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’, ও ‘জামতারা’ খ্যাত অভিনেতা আসিফ খান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দু’দিন আগে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়। ৩৪ বছর বয়সী এই অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করে স্বাস্থ্যের আপডেট শেয়ার করেন। সঙ্গে লেখেন, “জীবন খুব ছোট, প্রতিটি দিনকে গুরুত্ব দাও। এক মুহূর্তেই সব বদলে যেতে পারে। যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও, আর যাঁরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁদের আগলে রাখো। জীবন এক উপহার, আর আমরা সৌভাগ্যবান।”
একটি অন্য পোস্টে তিনি লেখেন, “গত কয়েক ঘণ্টায় শারীরিক কিছু সমস্যা অনুভব করছিলাম, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। সকলের ভালোবাসা, উদ্বেগ ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।”
আরও জানান, “তোমাদের সমর্থন আমার কাছে অনেক কিছু। খুব শীঘ্রই ফিরে আসব। ততদিন আমার কথা মনে রেখো।”
advertisement
advertisement

কে এই আসিফ খান?
advertisement
‘পঞ্চায়েত’-এ গনেশ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান আসিফ খান। এই জনপ্রিয় সিরিজে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক এবং সানভিকা-সহ আরও অনেকে অভিনয় করেছেন।
‘পাতাল লোক’ সিরিজের প্রথম সিজনে ‘কবীর এম’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ক্রাইম থ্রিলার সিরিজে দেখা গিয়েছে জয়দীপ আহলাওয়াত, গুল পনাগ, নীরজ কবি, স্বস্তিকা মুখার্জি, ইশ্বক সিং, অভিনয় ব্যানার্জি ও নিহারিকা লীরা দত্তকে।
advertisement
নেটফ্লিক্সের ‘জামতারা – সবকা নম্বর আয়েগা’ সিরিজে অনাস আহমদ চরিত্রে ছিলেন আসিফ। অভিনয় জীবনের শুরুতে তিনি ‘রেডি’ (২০১১) ও ‘অগ্নিপথ’ (২০১২)-এর মতো সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেন। পরে ‘টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘পাগলৈত’ (২০২১), ‘কাকুড়া’ (২০২৪)-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘দ্য ভূতনি’ নামের হরর-কমেডি ছবিতেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে জানা গিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 11:12 PM IST