Aanchal Tiwari: আমি বেঁচে আছি! মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে বললেন 'পঞ্চায়েত ২' খ্যাত আঁচল

Last Updated:

Aanchal Tiwari: 'মৃত' হয়েও ফিরে এলেন আঁচল? ইনস্টাগ্রামে লিখলেন, 'বেঁচে আছি এবং ভাল আছি।' একটি ভিডিওর মাধ্যমে জানা গেল আসল সত্যি।

পঞ্চায়েত ২ খ্যাত আঁচল তিওয়ারির বিহারে একটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সম্প্রতি। তার পরেই শিরোনামে আসেন তিনি। তবে বুধবার তিনি সমস্ত গুজব উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছেন যে তিনি বেঁচে আছেন।
‘মৃত’ হয়েও ফিরে এলেন আঁচল? ইনস্টাগ্রামে লিখলেন, ‘বেঁচে আছি এবং ভাল আছি।’ একটি ভিডিওর মাধ্যমে জানা গেল আসল সত্যি। মঙ্গলবার খবর রটে যায়, ‘পঞ্চায়েত ২’ খ্যাত আঁচল তিওয়ারির মৃত্যু হয়। কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। তিনি ভাল আছেন। আঁচল জানান, যে অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির অংশ। কিন্তু আঁচল শুধুই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে ‘পঞ্চায়েত ২’-ও। দু’জনেরই নাম এক হওয়ার বিপত্তি।
advertisement
advertisement
আঁচলের দাবি, ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রী অর্থাৎ তাঁর কিছুই হয়নি। কোনও দুর্ঘটনারও সম্মুখীন হননি তিনি। অমূলক ভাবেই নানা জায়গায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটানো হচ্ছে। এতে অভিনেত্রী তো বটেই, তাঁর পরিবার-পরিজন, কাছের মানুষেরাও যথেষ্ট বিব্রত। ক্ষোভ প্রকাশ করে আঁচল বলেন, কোনও দোষ না করা সত্ত্বেও তাঁকে পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে ঘটনাটি সম্পর্কে সকলকে অবগত করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aanchal Tiwari: আমি বেঁচে আছি! মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে বললেন 'পঞ্চায়েত ২' খ্যাত আঁচল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement