Tiger Shroff Fart Incident: শ্রদ্ধার সামনে চাপতে না পেরে বাতকর্ম টাইগারের! অভিনেতা যা সাফাই দিলেন, অবাক হবেন

Last Updated:
Tiger Shroff Fart Incident: বেশ কিছু বছর আগের কথা। নিজেদের ছবির প্রচার করছিলেন টাইগার এবং শ্রদ্ধা কাপুর। তখনই নাকি নায়িকার সামনে বাতকর্ম করে ফেলেন নায়ক। টাইগারের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির খোরাক হয়ে ওঠেন তিনি।
1/5
টাইগার শ্রফ। তারকা-সন্তান হলেও নিজের প্রতিভা দিয়ে সকলের মন জয় করেন তিনি। তাঁর নাচের দক্ষতা, মারকাটারি অ্যাকশন দেখতে মুখিয়ে থাকে দর্শক। কিন্তু এক সময় এই টাইগারই মিম স্রষ্টাদের 'রসদ' হয়ে উঠেছিলেন।
টাইগার শ্রফ। তারকা-সন্তান হলেও নিজের প্রতিভা দিয়ে সকলের মন জয় করেন তিনি। তাঁর নাচের দক্ষতা, মারকাটারি অ্যাকশন দেখতে মুখিয়ে থাকে দর্শক। কিন্তু এক সময় এই টাইগারই মিম স্রষ্টাদের 'রসদ' হয়ে উঠেছিলেন।
advertisement
2/5
বেশ কিছু বছর আগের কথা। নিজেদের ছবির প্রচার করছিলেন টাইগার এবং শ্রদ্ধা কাপুর। তখনই নাকি নায়িকার সামনে বাতকর্ম করে ফেলেন নায়ক। টাইগারের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির খোরাক হয়ে ওঠেন তিনি।
বেশ কিছু বছর আগের কথা। নিজেদের ছবির প্রচার করছিলেন টাইগার এবং শ্রদ্ধা কাপুর। তখনই নাকি নায়িকার সামনে বাতকর্ম করে ফেলেন নায়ক। টাইগারের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির খোরাক হয়ে ওঠেন তিনি।
advertisement
3/5
সত্যিই কি শ্রদ্ধার সামনে বাতকর্ম করে ফেলেছিলেন টাইগার? এত বছর পর সেই সত্যি ফাঁস করলেন তিনি। কয়েক মাস আগে 'গণপত' ছবির প্রচারের জন্য নায়িকা কৃতী স্যাননের আড্ডা দিতে গিয়ে পুরো ঘটনাটি খোলসা করেন তিনি।
সত্যিই কি শ্রদ্ধার সামনে বাতকর্ম করে ফেলেছিলেন টাইগার? এত বছর পর সেই সত্যি ফাঁস করলেন তিনি। কয়েক মাস আগে 'গণপত' ছবির প্রচারের জন্য নায়িকা কৃতী স্যাননের আড্ডা দিতে গিয়ে পুরো ঘটনাটি খোলসা করেন তিনি।
advertisement
4/5
টাইগার স্পষ্ট ভাবে জানান, শ্রদ্ধার সামনে তিনি আসলে বাতকর্ম করেননি। অভিনেতার দাবি, সেই সময় সাক্ষাৎকার দিতে গিয়ে মজার একটি মজার খেলা খেলছিলেন তাঁরা। সেখানেই একটি হর্নের উপর বসে পড়েন টাইগার। এবং সেটি থেকে আওয়াজ বার হয়। সেই আওয়াজকেই নেটিজেনদের একাংশ বাতকর্ম বলে ধরে নেয়।
টাইগার স্পষ্ট ভাবে জানান, শ্রদ্ধার সামনে তিনি আসলে বাতকর্ম করেননি। অভিনেতার দাবি, সেই সময় সাক্ষাৎকার দিতে গিয়ে মজার একটি মজার খেলা খেলছিলেন তাঁরা। সেখানেই একটি হর্নের উপর বসে পড়েন টাইগার। এবং সেটি থেকে আওয়াজ বার হয়। সেই আওয়াজকেই নেটিজেনদের একাংশ বাতকর্ম বলে ধরে নেয়।
advertisement
5/5
টাইগার বলেন, "যখন আমি বাতকর্ম করি, কাউকে বুঝতে দিই না।" অভিনেতার কথা শুনে হাসি আটকাতে পারেননি কৃতীও।
টাইগার বলেন, "যখন আমি বাতকর্ম করি, কাউকে বুঝতে দিই না।" অভিনেতার কথা শুনে হাসি আটকাতে পারেননি কৃতীও।
advertisement
advertisement
advertisement